শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ || ১৪ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ, তিন ফরম্যাটেই সাকিব

স্পোর্টস ডেস্ক

২০:০৪, ১০ মার্চ ২০২২

আপডেট: ২০:০৮, ১০ মার্চ ২০২২

৩৫০

বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ, তিন ফরম্যাটেই সাকিব

ফাইল ছবি
ফাইল ছবি

সাকিব আল হাসানকে তিন ফরম্যাটে রেখেই ২০২২ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সব মিলিয়ে এবারের চুক্তিতে জায়গা পেয়েছেন মোট ২১ জন ক্রিকেটার।

বৃহস্পতিবার (১০ মার্চ) ২০২২ সালের কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বিসিবি।
এবার তিন ক্রিকেটারকে কমিয়ে এনে নতুন করে কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে বিসিবি। আগের চুক্তিতে তিন ফরম্যাট মিলিয়ে চুক্তিতে ছিলেন ২৪ ক্রিকেটার। আগের চুক্তি থেকে এবার বাদ পড়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন, সাইফ হাসান, শামীম হোসেন, পাটোয়ারি আবু জায়েদ চৌধুরী রাহীএবং সৌম্য সরকার। এবার প্রথমবারের মত জায়গা পেয়েছেন ২ ক্রিকেটার। তারা হলেন- মাহমুদুল হাসান জয় ও ইয়াসির আলী চৌধুরী। 

এবার ঘোষিত চুক্তিতে তিন সংস্করণেই আছেন পাঁচজন। মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। তারা আগেরবারও তিন সংস্করণের চুক্তিতে ছিলেন তারা। এবার শুধু টেস্টে ১৪ জন, ওয়ানডেতে ১০ জন এবং টি-টোয়েন্টিতে আছেন ১২ জন। এদিকে এক বছর পর আবার চুক্তিতে ফিরেছেন নাঈম শেখ। নতুন চুক্তির মেয়াদ থাকবে আগামী ডিসেম্বর পর্যন্ত।

তাদের মধ্যে সাইফউদ্দিন ওয়ানডে ও টি-টোয়েন্টি, সাইফ টেস্ট, সৌম্য টি-টোয়েন্টি, রাহী টেস্ট এবং শামীম টি-টোয়েন্টির চুক্তিতে ছিলেন। চুক্তি থেকে এবার বাদ পড়া একমাত্র ক্রিকেটার সাইফউদ্দিন।

কেন্দ্রীয় চুক্তিতে থাকা ২১ ক্রিকেটাররা হলেন-

টেস্ট
মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, এবাদত হোসেন চৌধুরী, সাদমান ইসলাম, ইয়াসির আলী চৌধুরী ও মাহমুদুল হাসান জয়।

ওয়ানডে
মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান ও আফিফ হোসেন ধ্রুব।

টি-টোয়েন্টি
মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ধ্রুব, নুসুল হাসান সোহান, নাসুম আহমেদ, নাঈম শেখ ও শেখ মেহেদী হাসান।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank