শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ || ১৪ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

১৪:৩২, ৭ মার্চ ২০২২

আপডেট: ১৪:৩৪, ৭ মার্চ ২০২২

৪৭৩

নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে হারল বাংলাদেশ

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার পর এবার দ্বিতীয় ম্যাচেও হার টাইগ্রেসদের।

বৃষ্টি বিঘ্নিত ম্যাচটি নেমে আসে ২৭ ওভারে। ডানেডিনে সোমবার বাংলাদেশ ১৪০ রান তোলে। বিশ্বকাপে বাংলাদেশকে প্রথম ফিফটি এনে দেন ফারজানা। জবাবে ৪২ বল হাতে রেখে ৯ উইকেটে বিশাল জয় তুলে নেয় নিউজিল্যান্ড।
উদ্বোধনী জুটিতে বাংলাদেশকে ঝড়ো শুরু এনে দেন শামিমা সুলতানা ও ফারজানা হক। ১০ম ওভারের দ্বিতীয় বলে দলীয় ৫৯ রানে ভাঙে তাদের পার্টনারশিপ, ৩৬ বলে ৩৩ রান করে শামিমা বিদায় নিলে। তবে ফারজানা অর্ধশতক তুলে নিতে ভুল করেননি।

ক্যারিয়ারের ৮ম অর্ধশতক হাঁকানোর দিনে ৬৩ বলে ৫২ রান করেন তিনি। স্ট্রাইক রোটেটে দারুণ মুন্সিয়ানা দেখানো চার হাঁকিয়েছেন মাত্র একটি। তার বিদায়ের আগে-পরে অন্য ব্যাটাররা প্রত্যাশা অনুযায়ী রান তুলতে পারেননি। অন্যান্যদের মধ্যে সোবহানা মোস্তারি ১৩ ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ১১ রান করেন।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ৩৬ রানে অধিনায়ক সোফি ডিভাইনকে হারায় কিউইরা। তবে এরপর আর কোনো বিপদ ঘটতে দেননি সুজি বেটস ও অ্যামেলিয়া কার। বেটসের ৬৮ বলে ৭৯ ও অ্যামেলিয়ার ৩৭ বলে ৪৭ রানের ঝড়ো দুই ইনিংসে ২০ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank