শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ || ১৪ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিশ্বকাপে পাকিস্তানকে বিশাল ব্যবধানে হারাল ভারত

স্পোর্টস ডেস্ক

১৬:৪৪, ৬ মার্চ ২০২২

৪৯৫

বিশ্বকাপে পাকিস্তানকে বিশাল ব্যবধানে হারাল ভারত

নারী বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নেমে পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে দারুণ শুরু করেছে ভারতীয় নারী ক্রিকেট দল। মাউন্ট মঙ্গানুইয়ে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ১০৭ রানে হারিয়েছে মিতালি রাজের দল।

মাউন্ট মঙ্গানুইয়ে টসে জিতে ভারতীয় অধিনায়ক মিতালি রাজ আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৪৪ রান করে ভারতীয় নারীরা। ব্যাটিং বিপর্যয়ে পড়লেও শেষদিকে ঘুরে দাঁড়িয়ে দুইশোর বেশি স্কোর দাঁড় করায় দলটি। ভারতীয়দের পক্ষে ওপেনার স্মৃতি মান্দানা, স্নেহ রানা এবং পূজা ভাস্ত্রাকার অর্ধশতকের দেখা পান।

২৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৩৭ রানে অল-আউট হয়ে যায় পাকিস্তান।

ম্যাচের শুরুতে আগে ব্যাট করতে নেমে একপাশে ওপেনার মান্দানা ছাড়া অন্যপ্রান্তে নিয়মিত উইকেট হারাতে থাকে ভারতীয়রা। একপর্যায়ে ১১৪ রানে ৬ উইকেট হারায় ভারত। ওপেনার মান্দানাও অর্ধশতক হাঁকিয়ে ৫২ রানে আউট হয়ে ফেরেন। এরপর সপ্তম উইকেটে ১২২ রানের জুটি গড়ে ভারতকে লড়াকু সংগ্রহ এনে দেন সাত ও আটে নামা স্নেহ ও পূজা।

ভারতীয়দের পক্ষে সর্বোচ্চ ৫৯ বলে ৮ চারে ঝড়ো ৬৭ রান করেন পূজা। স্নেহও অর্ধশতক হাঁকিয়ে ৫৩ রানে অপরাজিত থাকেন। পাকিস্তানের পক্ষে পাঁচ বোলারই উইকেট পান। নিদা ধার ৪৫ রানে নেন ২ উইকেট।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে নিয়মিত উইকেট হারানো পাকিস্তান কোনো পর্যায়ে ম্যাচে ছিল না। দলের পক্ষে ওপেনার সিদরা আমিন সর্বোচ্চ ৩০ রান করেন। এ ছাড়া নয়ে নামা ডায়না বাইগের ব্যাট থেকে আসে ২৪ রান। ভারতীয়দের পক্ষে রাজেস্বরী গায়কোয়াড় ৪ উইকেট নেন মাত্র ৩১ রান খরচায়। ঝুলন গোস্বামী ও স্নেহ পান দুটি করে উইকেট।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank