শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ || ১৪ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আফগানদের সিরিজ হারিয়ে সুপার লিগের শীর্ষে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

২২:০২, ২৫ ফেব্রুয়ারি ২০২২

৫১৯

আফগানদের সিরিজ হারিয়ে সুপার লিগের শীর্ষে বাংলাদেশ

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে অবিশ্বাস্য এক জয়ে ১-০ তে এগিয়ে ছিল বাংলাদেশ। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দ্বিতীয় ম্যাচেও জয় নিয়ে সিরিজ জয় নিশ্চিত করলো টাইগরারা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টাইগারদের দেওয়া ৩০৬ রানের বিশাল লক্ষ্য টপকাতে নেমে ২১৮ রানে গুটিয়ে গেছে সফরকারীরা।

এ জয়ের মাধ্যমে  ইংল্যান্ডকে সরিয়ে আইসিসির বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলেও শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ। ১৫ ম্যাচে ৯ জয়ে এক নম্বরে ছিল ইংল্যান্ড। বাংলাদেশ ১৪ ম্যাচে ১০ ম্যাচ জিতে পেছনে ফেলেছে ইংলিশদের।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩০৭ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথমদিকে দ্রুতই উইকেট হারায় আফগানরা।

এরপর ওপেনার রহমত শাহ ও নাজিবুল্লাহ জাদরান মিলে প্রতিরোধ গড়ে তোলেন। এ জুটি পরাস্ত হওয়ার পর মোহাম্মদ নবি ও রশিদ খান কিছুটা আশা দেখালেও শেষ পর্যন্ত আফগানরা গুটিয়ে যায় ৪৫ দশমিক ১ ওভারে ২১৮ রানে।

বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও সাকিব আল হাসান। ১ উইকেট করে নেন মোস্তাফিজুর, শরিফুল, মেহেদী মিরাজ, মাহমুদউল্লাহ ও আফিফ।

লিটন দাস তুলে নেন ক্যারিয়ারের পঞ্চম শতক। ১২৬ বলে ১৬টি চার ও ২টি ছক্কায় ১৩৬ রান করে বিদায় নেন ফরিদ আহমেদের বলে ক্যাচ দিয়ে। মুশফিকুর রহিম শতকের অনেক কাছে গেলেও ৯৩ বলে ৮৬ রান করে ফেরেন সাজঘরে। শেষ পর্যন্ত ৪ উইকেটে ৩০৬ রান তোলে স্বাগতিকরা।

আফগানদের পক্ষে ২ উইকেট নেন ফরিদ আহমেদ। ১টি করে উইকেট নেন ফজল হক ফারুকি ও রশিদ খান।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank