শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ || ১৪ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

২০০ পার বাংলাদেশের, সেঞ্চুরির দ্বারপ্রান্তে লিটন

স্পোর্টস ডেস্ক

১৪:০৮, ২৫ ফেব্রুয়ারি ২০২২

৪৩৩

২০০ পার বাংলাদেশের, সেঞ্চুরির দ্বারপ্রান্তে লিটন

প্রথম ওয়ানডের মতো এবার আর বিপর্যয় নয়। ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। দাপুটে ব্যাটিংয়ে বড় সংগ্রহের পথে আছে তামিম ইকবালের দল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৯ ওভার শেষে তুলেছে ২ উইকেটে ২২৩ রান।

সাকিব-তামিম ইনিংস বড় করতে না পারলেও দেখেশুনে খেলে ফিফটি তুলে নিয়েছেন লিটন দাস। মোহাম্মদ নাবিকে বাউন্ডারি হাঁকিয়ে হাফসেঞ্চুরি পূর্ণ করেন লিটন, ৬৫ বলে। লিটন এখন আছেন সেঞ্চুরির দ্বারপ্রান্তে। 

মুশফিকুর রহিম অপরাজিত ৬৫ রানে। এরমধ্যে তুলে নিয়েছেন তার ৪১ তম ওয়ানডে অর্ধমতক। 

চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে টাইগাররা। শুরুটা খারাপ ছিল না। দুই ওপেনার তামিম ইকবাল আর লিটন দাস দেখেশুনে এগোতে থাকেন।

লিটন শুরুতে কিছুটা অস্বস্তিতে থাকলেও পরে দারুণ কয়েকটি বাউন্ডারি হাঁকিয়েছেন। তামিমও এগিয়ে যাচ্ছিলেন ভালোভাবেই। তবে সেই ফারুকি-জুজু অবশেষে ধরেই ফেললো দেশসেরা ওপেনারকে।

প্রথম ওয়ানডের মতোই আফগান বাঁহাতি পেসারকে উইকেট দিয়ে এসেছেন তামিম। আউটের ধরণটাও আগের দিনের মতোই। ফজলহক ফারুকির বলের গতি মিস করলে লাগে তা লাগে তামিমের প্যাডে। আম্পায়ার আউট দেন।তামিম অবশ্য রিভিউ নিয়েছিলেন। কিন্তু তাতে আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থাকে। ২৪ বলে ২ বাউন্ডারিতে ১২ রান করে সাজঘরের পথ ধরেন বাংলাদেশ অধিনায়ক।

এরপর লিটনকে সঙ্গে নিয়ে ৫৪ বলে ৪৫ রানের জুটি সাকিব আল হাসানের। সাকিবকে ফিরিয়ে সেই জুটিটি ভাঙেন রশিদ খান।প্রথম ওয়ানডেতে সাকিবের ঘূর্ণিতে পরাস্ত হয়েছিলেন রশিদ। দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে পিচে কতক্ষণ ঠাঁই দাঁড়িয়েছিলেন তিনি।

এবার যেন সেই প্রতিশোধটা নিয়ে নিলেন রশিদ। সাকিবকে পরাস্ত করলেন তার লেগস্পিনে। রশিদের ঘূর্ণি প্যাডে লেগে এলবিডব্লিউ হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। আফগান লেগস্পিনারের আবেদনে আম্পায়ার সাড়া দিলে রিভিউ নেওয়ার প্রয়োজন মনে করেননি সাকিব (৩৬ বলে ২০)।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank