রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মেসি জন্ম নেওয়ায় জাভির কাছে সেরা নন ম্যারাডোনা!

স্পোর্টস ডেস্ক

১৪:১৪, ২৪ ফেব্রুয়ারি ২০২২

৫১৮

মেসি জন্ম নেওয়ায় জাভির কাছে সেরা নন ম্যারাডোনা!

বার্সেলোনা ও নাপোলি। দুটি ক্লাবের হয়েই মাঠ মাতিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তী দিয়েগো ম্যারাডোনা। ইউরোপা লিগে দুদলের দ্বিতীয় লেগের আগে তাই বারবারই উঠে আসছে আলবিসেলেস্তাদের দ্বিতীয় বিশ্বকাপ এনে দেওয়া তারকার কথা। 

প্রথম লেগে ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচ। পরের পর্বে যেতে তাই এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই। ম্যাচটির আগে বার্সা কোচ জাভি হার্নান্দেজ বলেছেন, মেসি না আসলে সেরা থাকতেন ম্যারাডোনাই। নেপোলি কোচ লুসিয়ানো স্পালেত্তির বিশ্বাস, ম্যারাডোনা থাকবেন তাদের পক্ষে। 

জাভি বলেন, ‘ম্যারাডোনা নামের স্টেডিয়ামে খেলতে পারাটা বার্সেলোনার জন্য সম্মানের। মেসির যদি জন্ম না হতো তাহলে ম্যারাডোনাই সেরা থাকতো। সে এমন একজন ফুটবল, যে আমাদের মোড় ঘুরিয়ে দিয়েছে। তিনি বিশ্বের প্রত্যেকের জন্য একটি রেফারেন্স ছিল। আমরা এখনও ম্যারাডোনার ভিডিও দেখি আর রোমাঞ্চিত হই।’

‘নেপোলিকে ধাক্কা দিতে আমি রোমাঞ্চিত। আমরা যেটা চাই ম্যাচটাতে প্রভাব বিস্তার করতে ও তাদের পেছনে ধাক্কা দিতে। যদিও জানি এটা সহজ হবে না। নেপোলি চ্যাম্পিয়ন পর্যায়ের দল, যারা সিরি আর জন্যও লড়ছে।’

নেপোলি কোচ স্পালোত্তি বলেছেন, ‘ম্যারাডোনা আমাদের পক্ষে থাকবে। আমি নিশ্চিত সে আমাদের দিকেই থাকবে, ঈশ্বর আমাদের পক্ষে আছেন। আজকে আমাদের কোনো ম্যারাডোনা নেই কিন্তু সবাই মিলে আমরা এটা অর্জন করতে পারি। আমাদের অবশ্যই সমর্থকদের কাছে স্মরণীয় হতে হবে। আমরা এমন একটা দল গড়ে তুলতে চাই যারা নেপলসের মর্ম ও স্বপ্নটাকে ছড়িয়ে দিতে পারে।’

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank