শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ || ১৪ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

টাইগার পেসারদের হাতে কোণঠাসা আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক

১২:৫৬, ২৩ ফেব্রুয়ারি ২০২২

৪১৯

টাইগার পেসারদের হাতে কোণঠাসা আফগানিস্তান

স্পিনে বরাবরই শক্তিশালী আফগানিস্তান। তাই ঘরের মাঠে তিন পেসার নিয়ে নেমেছে বাংলাদেশ। সে পেসাররাই তামিম ইকবালদের ভরসা হয়ে উঠছেন প্রথম ওয়ানডেতে।

২৫ ওভার শেষে তিন উইকেট হারিয়ে আফগানদের সংগ্রহ ৮৫-৩। যার তিন উইকেটেই নিয়েছেন মোস্তাফিজ, শরিফুল ও তাসকিন।

মোস্তাফিজুর রহমানকে প্রথম ওভারেই বাউন্ডারি মেরেছিলেন রাহমানুল্লাহ গুরবাজ। আগ্রাসী শুরুর একটা চেষ্টায় ছিলেন তিনি। ইনিংসের তৃতীয় ওভারেই তার পতন।

মোস্তাফিজের দ্বিতীয় ওভারের তৃতীয় বলটি ক্রিজ ছেড়ে বেরিয়ে উড়িয়ে মারতে চেয়েছিলেন। টাইমিং না হওয়ায় বল উঠল আকাশে। মিড অনে একটু সরে গিয়ে সহজেই তা হাতে জমান অধিনায়ক তামিম ইকবাল।। ১১ রানে প্রথম উইকেট হারালো আফগানিস্তান

এরপর সহজ ক্যাচ মিস করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ৬ষ্ঠ ওভারে তাসকিন আহমেদের বলে পুল করতে গিয়ে সহজ ক্যাচ দিয়েছিলেন ইব্রাহিম জাদরান। ৩ রানে থাকা এই ডানহাতির সহজ ক্যাচ ডিপ স্কয়ার লেগে ছেড়ে দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

জীবন পেয়ে থিতু হলেও বেশি দূর যেতে পারলেন না এই ডানহাতি। ২৩ বলে ১৯ রান করে শরিফুল ইসলামের অ্যাঙ্গেলে বেরিয়ে যাওয়া বলে ব্যাট লাগিয়ে স্লিপে ধরা দেন এই ডানহাতি। ১৪তম ওভারে বাংলাদেশ পায় দ্বিতীয় উইকেট। ৪৫ রানের জুটি ভাঙে আফগানদের। ৫৬ রানে দ্বিতীয় উইকেট হারায় সফরকারীরা।

শেষ উইকেট নেন তাসকিন আহমেদ। উইকেট কামড়ে থাকা রহমত শাহকে ক্যাচ বানান মুশফিকের। তাসকিনের ইনসুইং করা বলটি কাট করতে গিয়ে উইকেটের পেছনে ধরা পড়েন এই ডানহাতি ব্যাটসম্যান।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank