সুপার লিগে শীর্ষে ওঠার হাতছানি তামিমদের
সুপার লিগে শীর্ষে ওঠার হাতছানি তামিমদের
চট্টগ্রামে শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজ। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের প্রায় সাত মাস পর একদিনের ম্যাচ খেলতে নামছে তামিমরা। যে সিরিজ জিতলে তামিম ইকবালদের সামনে সুযোগ থাকছে ওয়ানডে সুপার লিগের শীর্ষে ওঠার।
আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ মাঠে গড়াচ্ছে বুধবার (২৩ ফেব্রুয়ারি)। সিরিজের বাকি দুই ম্যাচ ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। সব ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজটি ২-১ ব্যবধানে জিতলেই বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলে এক নম্বরে উঠে যাবে তামিম ইকবালের দল। পাশাপাশি রশিদ-নবিদের হোয়াইটওয়াশ করতে পারলে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়েও উন্নতি হবে টাইগারদের।
বিশ্বকাপ সুপার লিগে ১৫ ম্যাচে ৯৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ওডিআই’র বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ১২ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে তাদের ঠিক পরেই আছে লাল-সবুজ বাহিনী। এছাড়া বাংলাদেশের সমান ১২ ম্যাচ খেলে ৭৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে এশিয়ার পরাশক্তি ভারত।
আফগানিস্তানের বিপক্ষে অন্তত দুই ম্যাচ জিতলেই ২০ পয়েন্ট পাবে বাংলাদেশ। সেক্ষেত্রে ১০০ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডকে টপকে শীর্ষে উঠবে টাইগাররা। আর তিন ম্যাচ সিরিজের সবকটিতে জিতলে ১১০ পয়েন্ট নিয়ে আরও এগিয়ে যাবে তামিম বাহিনী।
এদিকে, আইসিসির সুপার লিগের হিসাব-নিকাশ ছাড়াও আফগানদেরকে হোয়াইট ওয়াশ করতে পারলে ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোবে বাংলাদেশ। বর্তমানে টাইগারদের অবস্থান সাত নম্বরে। তিন ম্যাচ জিতলে পাকিস্তানকে হটিয়ে ছয়ে উঠে যাবে তারা।
তবে দুই ম্যাচ জিতলে ওয়ানডে র্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন হবে না বাংলাদেশের। তবে আফগানদের কাছে সিরিজ হারলে পয়েন্ট খোয়াতে হবে বাংলাদেশকে। ২-১ ব্যবধানে আফগানরা সিরিজ জিতলে রেটিংয়ে তিন পয়েন্ট খোয়াবে বাংলাদেশ।
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান