শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ || ১৪ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

জাতীয় দলের কোচ হওয়ার যোগ্যতা আছে সালাহউদ্দিনের: রোডস

স্পোর্টস ডেস্ক

১৩:৪৬, ২২ ফেব্রুয়ারি ২০২২

৪৯৩

জাতীয় দলের কোচ হওয়ার যোগ্যতা আছে সালাহউদ্দিনের: রোডস

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বোচ্চ শিরোপাজয়ী দল এখন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রতিবারই দলটিকে কোচিং করিয়েছেন দেশীয় কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। এর তার পাশাপাশি ব্যাটিং পরামর্শক হিসেবে এই দলের দায়িত্বে ছিলেন বাংলাদেশের সাবেক কোচ স্টিভ রোডস। তিনি মনে করেন সালাহউদ্দিন বাংলাদেশ জাতীয় দলের কোচ হওয়ার যোগ্য।

ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে রোডস বলেন, 'বাংলাদেশেও ভালো কোচ আছে। আমার সালাহউদ্দিনের সঙ্গে কাজ করার যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে। ক্রিকেটের ব্যাপারে তার ভালো জ্ঞান আছে। সে সবকিছু সাধারণভাবে দেখতে পছন্দ করে। সে এমন একজন যে বাংলাদেশের প্রধান কোচ হতে পারে। বোর্ড ও কোচের সঙ্গে তাদের আপস করতে হবে এর ফলে কাজের সম্পর্ক তৈরি হবে। সালাহউদ্দিন খুব ভালো কাজ করতে পারতেন। এটা নতুন কিছুর শুরু হতে পারে। '

বিপিএলে অনেক ভালো ভালো ক্রিকেটার দেখেছেন রোডস। তবে ভবিষ্যতে তারা নিজেদের এভাবে মেলে ধরে খেলতে পারবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তা আছে বলে জানান সাবেক এই টাইগার কোচ। তিনি বলেন, 'আমি জানি না তারা (ক্রিকেটাররা) ভালো হবে কিনা। তারা সবসময়ই ভালো প্রতিদ্বন্দ্বিতা করে। 

রোডস আরও বলেন, বাংলাদেশের একটি জিনিস হলো তারা অনেক ভালো ক্রিকেটার পেয়েছে। আমি বিপিএলে অনেক অসাধারণ ক্রিকেটার দেখেছি। কিন্তু তারা নিজেদের নিয়ে চিন্তা করার সুযোগ পায় না। আমার মনে হয় তারা যা করতে চায় তাদের সেটা করতে দেয়া উচিত। '

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank