শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ || ১৪ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সাকিবের বাবল ভেঙে বিজ্ঞাপন, বরিশালকে কারণ দর্শানোর নোটিশ

স্পোর্টস ডেস্ক

০৯:০৬, ১৯ ফেব্রুয়ারি ২০২২

আপডেট: ০৯:০৭, ১৯ ফেব্রুয়ারি ২০২২

৪৮৫

সাকিবের বাবল ভেঙে বিজ্ঞাপন, বরিশালকে কারণ দর্শানোর নোটিশ

বিপিএলের বায়োবাবল ভেঙে সাকিব আল হাসান ফাইনাল পূর্ববর্তী অফিশিয়াল ফটোসেশনে না গিয়ে একটি বিজ্ঞাপণের শুটিংয়ে অংশ নেন। এ ঘটনায় বরিশালের ফ্রেঞ্চাইজি মালিককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 

বিপিএলের ফাইনালের আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে শেষবারের মতো মিরপুরে অনুশীলন করে ফরচুন বরিশাল এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

অনুশীলনের পর দুই অধিনায়কের আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু এদিন অনুশীলনেই আসেননি সাকিব। তার জায়গায় বরিশালের প্রতিনিধিত্ব করেন সহঅধিনায়ক সোহান। 

এসময় সাকিব শারীরিকভাবে অসুস্থ বলে জানানো হয় বরিশাল ফ্রাঞ্চাইজি কর্তৃপক্ষের কাছ থেকে। কিন্তু পরে জানা যায় অনুশীলনে না এসে টিভিসি শুটে ব্যস্ত ছিলেন এ ক্রিকেটার। স্বনামধন্য নির্মাতা অমিতাভ রেজার পরিচালনায় একটি কোমল পানীয়ের বিজ্ঞাপণে নুসরাত ফারিয়ার সঙ্গে ছিলেন সাকিব আল হাসান। 

এর মধ্য দিয়ে বিপিএলের বায়োবাবল ভাঙেন তিনি। যদিও এ বিষয়ে কিছুই জানা নেই বলে জানায় বিসিবির চিকিৎসকরা। পরে অবশ্য জৈব সুরক্ষা বলয় ভাঙার কারণে করোনা পরীক্ষা করতে হয় সাকিবকে। পরীক্ষায় নেগেটিভ হন ফরচুন বরিশালের অধিনায়ক। নেগেটিভ সনদ নিয়েই মাঠে নামেন সাকিব আল হাসান।

যদিও ফাইনালে শ্বাসরুদ্ধকর ম্যাচে কুমিল্লার কাছে ১ রানে হেরেছে সাকিবের দল। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) শিরোপা নির্ধারণী ম্যাচে কুমিল্লার দেওয়া ১৫২ রানের টার্গেটে খেলতে নেমে ১৫০ রানে থামে বরিশালের ইনিংস।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank