`নেগেটিভ` হওয়ায় বিপিএল ফাইনাল খেলতে বাধা নেই সাকিবের
`নেগেটিভ` হওয়ায় বিপিএল ফাইনাল খেলতে বাধা নেই সাকিবের
শুক্রবার সাড়ে ৫টায় কুমিল্লার বিপক্ষে মাঠে নামবে বরিশাল |
ফাইনালের আগের দিন মাঠে ছিলেন না সাকিব আল হাসান। এমনকি হোটেলেও ছিলেন না এই অলরাউন্ডার। টিম ম্যানেজমেন্টকে ‘না জানিয়ে’ করেন বিজ্ঞাপনের শুটিং। সাকিবের এমন কাণ্ডে বিপিএলের সুরক্ষা বলয় প্রশ্নবিদ্ধ হয়ে যায়। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার পর তার করোনা টেস্ট করানো হয়েছে। সুখবর হলো, নেগেটিভ হয়েছেন তিনি। ফলে ফাইনালে মাঠে নামতে আরও কোনও বাধা নেই সাকিবের।
এই অলরাউন্ডারের দল ফরচুন বরিশালের টিম ম্যানেজমেন্ট সূত্রে বিষয়টি নিশ্চিত হয়েছে গণমাধ্যম। সুরক্ষা বলয় ভেঙে বাইরে গেলেও করোনা পরীক্ষায় যেহেতু নেগেটিভ এসেছেন, তাই ফাইনালে সাকিবকে নিয়েই নামতে যাচ্ছে ফরচুন বরিশাল।
২০২২ বিপিএলের ফাইনাল শুক্রবার। এই ম্যাচ সামনে রেখে আগের দিন, অর্থাৎ বৃহস্পতিবার বিকালে দুই ফাইনালিস্ট ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়কদের ফটোসেশন করার কথা থাকলেও সাকিব ছিলেন অনুপস্থিত।
ফাইনালের আগে দেশে বানানো সোনালি রঙের ট্রফি উন্মোচন করেছেন নুরুল হাসান সোহান ও ইমরুল কায়েস। বরিশালের অধিনায়ক সাকিব একটি টেলিভিশন কমার্শিয়ালের শুটিংয়ে অংশ নেওয়ার কারণেই তার জায়গায় ট্রফি উন্মোচন অনুষ্ঠানে ছিলেন সোহান।
ম্যানেজড ইভেন্ট ইনভাইরোমেন্ট (এমইই) প্রটোকলে অনুষ্ঠিত হচ্ছে এবারের আসর। কড়াকড়ি কমিয়ে ক্রিকেটারদের সুবিধার্থেই নেওয়া হয়েছে এই সুরক্ষা নীতি। তবে নিয়ম অনুযায়ী কেউ টিম হোটেলের বাইরে গেলে তাকে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে দলের সঙ্গে যোগ দিতে হবে। সাকিব নেগেটিভ হওয়ায় ফাইনাল খেলতে আর কোনও সমস্যা নেই।
শুক্রবার সাড়ে ৫টায় কুমিল্লার বিপক্ষে মাঠে নামবে বরিশাল। ম্যাচের আগের দিন নানা ঘটনায় টালমাটাল ফ্র্যাঞ্চাইজিটি। যদিও সাকিব বরাবরই মাঠের আলোচনা থামিয়ে পারফরম্যান্স দিয়ে নিজেকে আলোতে টেনে নেন।
বিপিএলে সাকিব ব্যাটিং-বোলিংয়ের সঙ্গে নেতৃত্ব দিয়েও বরিশালকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। চলমান বিপিএলে টানা ৫ ম্যাচে ম্যাচসেরার পুরস্কার পেয়ে ইতিমধ্যে বিশ্বরেকর্ডও গড়েছেন। সেরাদের দৌড়ে সবচেয়ে এগিয়ে তিনি।
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান