শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ || ১৪ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিপিএল: প্লে-অফে দর্শক ফেরাতে চায় বিসিবি

স্পোর্টস ডেস্ক

১৪:২০, ১৩ ফেব্রুয়ারি ২০২২

৫৩৬

বিপিএল: প্লে-অফে দর্শক ফেরাতে চায় বিসিবি

অমিক্রনের প্রভাবে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দর্শক ছাড়াই বিপিএলের অষ্টম আসর মাঠে গড়িয়েছে। দর্শকশূন্য গ্যালারি নিয়েই শেষান্তে এসে পড়েছে বিপিএল। লিগ পর্বের ম্যাচগুলো শেষ হয়েছে। 

তারপরও বিপিএলের ম্যাচে প্রাণ ফেরাতে গ্যালারিতে দর্শক ফেরানোর চেষ্টা করছে বিসিবি। প্লে-অফের তিন ম্যাচ ও ফাইনালে মিরপুর স্টেডিয়ামে দর্শক প্রবেশের সম্ভাবনা বেড়েছে। বিসিবি সূত্রে এমনটাই জানা গেছে।

জানা যায়, অন্তত ৩ থেকে ৫ হাজার টিকিট বিক্রি করা হতে পারে। আজই চূড়ান্ত ঘোষণা আসতে পারে। যেটি ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবরই বটে। সবকিছু ঠিক থাকলে সীমিত আকারে হলেও দর্শক ফিরছে বিপিএলে।

শনিবার বিসিবির এক পরিচালক জানিয়েছেন, দর্শক ফেরানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। আমাদের বোর্ড সভাপতি সরকারের সংশ্লিষ্ট দফতরে যোগাযোগ করেছেন। সরকারের সবুজ সংকেত পেলেই এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আপনারা পাবেন। তবে আশা করা যাচ্ছে দর্শক নিয়ে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো হবে। টিকিট ছাপানোর কাজটাও এগিয়ে রেখেছে বিসিবি। শুধু সরকারের আনুষ্ঠানিক অনুমতির অপেক্ষায় আছে সংস্থাটি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank