বড় জয়ে খুলনার প্লে-অফ কঠিন করলো কুমিল্লা
বড় জয়ে খুলনার প্লে-অফ কঠিন করলো কুমিল্লা
৬ দলের বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফরচুন বরিশালের সঙ্গে আগেই প্লে-অফ পর্ব নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৮ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ছিল টেবিলের দ্বিতীয় স্থানে তারা। আজ (শুক্রবার) খুলনা টাইগার্সকে ৬৫ রানে হারিয়ে রান রেটে এগিয়ে থেকে বরিশালের সমান ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেছে কুমিল্লা। একই সঙ্গে নিশ্চিত করেছে কোয়ালিফায়ার পর্ব। কুমিল্লার বিরুদ্ধে এ ম্যাচ হেরে প্লে-অফ কঠিন হয়ে গেল খুলনার জন্য।
১৮৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই ১৬ রান তুলে ফেলেছিল খুলনা টাইগার্স। মনে হচ্ছিল রোমাঞ্চকর এক লড়াইয়ের দেখা মিলবে কুমিল্লা ভিক্টোরিয়ানস ও খুলনা টাইগার্সের মধ্যকার ম্যাচটিতে। কিসের কী! উল্টো হেসেখেলে সহজ জয় পেয়েছে কুমিল্লা।
ইনিংসের দ্বিতীয় ওভারেই জোড়া আঘাত হেনে দুই ওপেনারকে ফিরিয়ে দেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। সেই যে শুরু! আর ঘুরে দাঁড়াতে পারেনি খুলনা। শেষ পর্যন্ত ১২৩ রানে গুটিয়ে গেছে মুশফিকের দল। আর ইমরুলের কুমিল্লা পেয়েছে ৬৫ রানের রেকর্ডগড়া জয়।
বিপিএল ইতিহাসে এতোদিন ধরে কুমিল্লার সবচেয়ে বেশি রানের ব্যবধানে জয়ের রেকর্ডটি ছিল ৬৩ রানের। চলতি মৌসুমেই ফরচুন বরিশালের বিপক্ষে এ জয় পেয়েছিল তারা। আজ সেটিকে ছাড়িয়ে ৬৫ রানে জিতল ইমরুল কায়েসের দল।
খুলনাকে উড়িয়ে পাওয়া এই জয়ে ৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে গেছে কুমিল্লা। পাশাপাশি তাদের শীর্ষ দুইয়ে থেকে প্লে-অফ খেলাও নিশ্চিত হয়ে গেছে। অন্যদিকে ৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পাঁচে নেমে গেছে খুলনা। শেষ ম্যাচে তাদের সামনে জয়ের বিকল্প নেই।
আজ ১৮৯ রানের বিশাল লক্ষ্য তাড়ার ম্যাচে খুলনার পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেছেন থিসারা পেরেরা, খেলেছেন ২৩ বল। এছাড়া সৌম্য সরকার ২৫ বলে ২২, ইয়াসির আলি ১৯ বলে ১৮, আন্দ্রে ফ্লেচার ৭ বলে ১৬ ও শেখ মেহেদি হাসান করেছেন ১৪ বলে ১১ রান। মুশফিক আউট হয়েছেন শূন্য রানে।
কুমিল্লার হয়ে বল হাতে ৪ ওভারে মাত্র ১৯ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন আবু হায়দার রনি। এছাড়া মোস্তাফিজ, নাহিদুল ইসলাম ও মইন আলির শিকার ২টি করে উইকেট। এর সঙ্গে ব্যাট হাতে ৩৫ বলে ৭৫ রানের সুবাদে ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন মইন।
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান