শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ || ১৪ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ইংল্যান্ডের উইন্ডিজ সফরে নেই ব্রড-আন্ডারসন

স্পোর্টস ডেস্ক

১৩:৪৫, ৯ ফেব্রুয়ারি ২০২২

৪৫৬

ইংল্যান্ডের উইন্ডিজ সফরে নেই ব্রড-আন্ডারসন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সফরের জন্য ইংল্যান্ড স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে দুই অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ড ব্রডকে। অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজে বিধ্বস্ত হওয়ার পর এটাই প্রথম সফর ইংলিশদের।

অ্যাশেজ হারের কোপটা ভালোভাবেই পড়লো ইংল্যান্ডের টেস্ট দলের ওপর। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য দলে ব্যাপক পরিবর্তন এনেছে ইংলিশ অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

উইন্ডিজ সফরে অ্যান্ডারসন-ব্রডের না থাকার প্রসঙ্গে ইসিবি’র অন্তর্বর্তীকালীন পরিচালক অ্যান্ড্রু স্ট্রস জানান, এই সিদ্ধান্ত ‘ইংল্যান্ডের খেলোয়াড় হিসেবে তাদের জন্য এটাই শেষ নয়।’

শুধু ব্রড-অ্যান্ডারসন নয়, কপাল পুড়েছে সর্বশেষ অ্যাশেজ সফরের মোট আট সদস্যের। বাদ পড়েছেন ডেভিড মালান, জস বাটলার, স্যাম বিলিংস, হাসিব হামিদ, ররি বার্নস আর ডম বেসও।

জায়গা ধরে রেখেছেন জনি বেয়ারস্টো আর ক্রিস ওকস। বেয়ারস্টোর ইয়র্কশায়ার সতীর্থ ম্যাট ফিসার ইংল্যান্ড লায়নসের হয়ে অস্ট্রেলিয়া সফরে পারফর্ম করে দলে ডাক পেয়েছেন। জায়গা পেয়েছেন অ্যালেক্স লিস আর সাকিব মাহমুদ। সর্বশেষ ৬ ইনিংসে মাত্র ৬৭ রান করেও এ যাত্রায় বেঁচে গেছেন অলি পোপ।

ইংল্যান্ড স্কোয়াড
জো রুট (অধিনায়ক), জনি বেয়ারস্টো, জ্যাক ক্রলি, ম্যাট ফিসার, বেন ফোকস, ড্যান লরেন্স, জ্যা লিচ, অ্যালেক্স লিস, সাকিব মাহমুদ, ক্রেইগ ওভারটন, ম্যাথু পারকিনসন, অলি পোপ, অলি রবিনসন, বেন স্টোকস, ক্রিস ওকস, মার্ক উড।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank