রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ইউরো ২০৩২ আয়োজন করতে চায় ইতালি

স্পোর্টস ডেস্ক

১৫:৩১, ৮ ফেব্রুয়ারি ২০২২

৫৩২

ইউরো ২০৩২ আয়োজন করতে চায় ইতালি

২০৩২ সালের ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপ আয়োজন করতে চায় ইতালি। এ ব্যপারে ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফার কাছে নিজেদের আগ্রহের কথা জানিয়ে দিয়েছে বলে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) সূত্র নিশ্চিত করেছে।

ডিসেম্বরে উয়েফার পক্ষ থেকে জানানো হয়েছিল ২০২৮ অথকা ২০৩২ ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপ আয়োজনে আগ্রহী দেশগুলোকে অবশ্যই মার্চের মধ্যে বিডে অংশগ্রহনের বিষয়টি নিশ্চিত করতে হবে। 

সফল বিডারদের নাম এপ্রিলে ঘোষনা করা হবে। ২০২৩ সালের সেপ্টেম্বরে আয়োজক দেশকে সব দায়িত্ব বুঝিয়ে দেয়া হবে। 

এক বিবৃতিতে এফআইজিসি বলেছে, ‘গত কয়েকদিন ধরে ইতালিয়ান ফুটবল ফেডারেশন উয়েফার কাছে ২০৩২ ইউরো আয়োজনের আগ্রহের বিষয়টি জানান দিচ্ছে।’

ইতালি মূলত ইউরো ২০২৮ কিংবা ২০৩০ বিশ্বকাপ আয়োজনের ব্যপারে বিডে অংশ নেবার পরিকল্পনা করেছিল। কিন্তু দেশের স্টেডিয়ামগুলোসহ অন্যান্য অবকাঠামোগুলো সংষ্কারের জন্য ২০৩২ ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপ তাদেরকে বেশি সময় দিতে পারবে বিধায় এর প্রতিই তারা আগ্রহী হয়ে উঠে। 

১৯৯০ সালে সর্বশেষ ইতালি এককভাবে বিশ্বকাপ আয়োজন করেছিল। বৈশ্বিক ঐ টুর্নামেন্টের পর থেকে ইতালির কিছু কিছু স্টেডিয়ামের এখনো পর্যন্ত কোন ধরেনর সংষ্কার কাজ হয়নি। 

২০২০ ইউরোর ফাইনালে ইংল্যান্ডকে পরাজিত করে শিরোপা জয় করে ইতালি। প্রথমবারের মত এই আসরটি ইউরোপের বেশ কিছু শহরে একসাথে অনুষ্ঠিত হয়। এর মধ্যে রোমে অনুষ্ঠিত হয়েছিল চারটি ম্যাচ।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank