শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ || ১৪ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আবার বদলে গেলো চট্টগ্রামের অধিনায়ক

স্পোর্টস ডেস্ক

১২:৩৬, ৮ ফেব্রুয়ারি ২০২২

আপডেট: ১২:৩৭, ৮ ফেব্রুয়ারি ২০২২

৪৮৭

আবার বদলে গেলো চট্টগ্রামের অধিনায়ক

ঢাকা ছাড়লেই অধিনায়ক বদল করার চর্চা শুরু করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। শুরুতে ঢাকা ছেড়ে চট্টগ্রাম যাওয়ার পর মেহেদি হাসান মিরাজকে বদলে অধিনায়ক করা হয় নাইম ইসলামকে। এবার সিলেট গিয়ে বদলে ফেলা হলো তাকেও। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নাইম ইসলামের জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে তরুণ বাঁহাতি ব্যাটসম্যান আফিফ হোসেন ধ্রুবকে। 

ম্যাচে টস জিতে চট্টগ্রামকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

অধিনায়কত্ব হারিয়ে দল থেকেও বাদ পড়েছেন নাইম। টসের সময় আফিফকে জিজ্ঞেস করা হয়েছিল, নাইমের কোনো ইনজুরিজনিত সমস্যা আছে কি না। তিনি নিশ্চিত করেন, ইনজুরি সমস্যা নেই, তবে দলে নেওয়া হয়নি নাইমকে।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ
আফিফ হোসেন ধ্রুব (অধিনায়ক), আকবর আলী (উইকেটরক্ষক), জাকির হাসান, বেনি হাওয়েল, মেহেদী হাসান মিরাজ, উইল জ্যাকস, চ্যাডউইক ওয়ালটন, শরিফুল ইসলাম, শামীমম হোসেন পাটোয়ারী, নাসুম আহমেদ এবং মৃত্যুঞ্জয় চৌধুরী।

মিনিস্টার গ্রুপ ঢাকা একাদশ: 
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, নাঈম শেখ, শুভাগত হোম, আরাফাত সানি, এবাদত হোসেন, ইমরানউজ্জামান, মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), ফজলহক ফারুকি এবং কাইস আহমেদ।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank