রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ব্রাজিলের গোল উৎসব, জয়ের ধারায় আর্জেন্টিনা 

স্পোর্টস ডেস্ক

১০:৫৪, ২ ফেব্রুয়ারি ২০২২

৭০০

ব্রাজিলের গোল উৎসব, জয়ের ধারায় আর্জেন্টিনা 

আগের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে জয়বঞ্চিত ছিল ব্রাজিল। তবে প্যারাগুয়ের বিপক্ষে সেটির শোধ নিল যেন তিতের শিষ্যরা। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে নিজেদের মাঠে প্যারাগুয়েকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে নেইমারবিহীন ব্রাজিল। 

ম্যাচের তৃতীয় মিনিটের মাথায় এগিয়ে যেতে পারতো ব্রাজিল। প্যারাগুয়ের দুই খেলোয়াড়কে ফাঁকি দিয়ে রাফিনহার শট প্রতিপক্ষের জাল ভেদ করে। তবে হ্যান্ডবলের জোরাল আবেদন হলে দীর্ঘক্ষণ ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সঙ্গে আলোচনার পর হ্যান্ডবলের বাঁশি বাজান রেফারি। 
 
ম্যাচের শুরু থেকেই আক্রমণ শানিয়েছে ব্রাজিল। তবে কাঙ্ক্ষিত গোলের জন্য অপেক্ষা করতে হয় অনেকটা সময়। অবশেষে ২৮ তম মিনিটে দলকে এগিয়ে নেন সেই রাফিনহা। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ব্রাজিল। 
 
বিরতির পর পর ব্যবধান দ্বিগুণ করেন ফিলিপে কৌতিনহো। ৬৮ মিনিটের মাথায় তার চোখজুড়ানো শটে গ্যালারি প্রকম্পিত হয় যেন।   
 
এদিন ব্রাজিল যেন গোল উৎসবে মাতে। ৮৬ মিনিটে দলের হয়ে তৃতীয় গোল করেন অতিরিক্ত সময়ে খেলতে নামা অ্যান্টনি। এছাড়া নির্ধারিত সময় শেষ হওয়ার মাত্র দুই মিনিট আগে এক হালি পূর্ণ করেন রদ্রিগো। শেষ পর্যন্ত ৪-০ গোলে এগিয়ে থেকেই খেলা শেষ করে ব্রাজিল। 

দক্ষিণ আমেরিকান বাছাইপর্বের অন্য ম্যাচে জয় নিশ্চিত করেছে আর্জেন্টিনা। দলটাতে যে নেই খোদ লিওনেল মেসি! করোনা আক্রান্ত হওয়ার পর ধকল সামলাতে বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচে মেসিকে রাখা হয়নি। এ সুযোগে নেতৃত্ব দিচ্ছেন ডি মারিয়া। তার নেতৃত্বে দারুণ ছন্দে দল। টানা ২৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছে আলবিসেলেস্তেরা। যার শুরুটা হয়েছিল ২০১৯ সালের মাঝামাঝি সময়ে। 

বুধবার (২ জানুয়ারি) বাংলাদেশ সময় ভোরে আর্জেন্টিনার করদোবায় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চিলির বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে স্বাগতিকরা। প্রথমার্ধেই গোলটি করেন লাউতারো মার্টিনেজ।   

ম্যাচের প্রথম মিনিট থেকেই আক্রমণাত্মক খেলার চেষ্টা করতে থাকে দুই দল। কলম্বিয়া যদিও তেমন সুবিধা করতে পারছিল না। একটু একটু করে চাপ বাড়াতে থাকে আর্জেন্টিনা। চিলির বিপক্ষে ম্যাচের শুরুতেই দূর থেকে চমৎকার এক গোলে দলকে এগিয়ে নেওয়া ডি মারিয়া এদিনও তেমন এক চেষ্টা করেন।   

আড়াই বছরের বেশি সময় ধরে অপরাজিত দলটি ২৯তম মিনিটে এগিয়ে যায়। বাঁ থেকে মার্কাস আকুনার ক্রসে ডি-বক্সে বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের জোরাল শটে গোলটি করেন মার্টিনেজ। এর আগে চিলির বিপক্ষেও জালের দেখা পেয়েছিলেন এই ফরোয়ার্ড।  

বিরতির ঠিক আগে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পায় কলম্বিয়া। কিন্তু আর্জেন্টিনার রক্ষণভাগের প্রচেষ্টায় সে যাত্রায় গোল করা যায়নি।   

দ্বিতীয়ার্ধেও বল দখলের পাশাপাশি আক্রমণে আধিপত্য ধরে রেখে খেলতে থাকে আর্জেন্টিনা। ৬৪তম মিনিটে আবারও দূর থেকে চেষ্টা করেন ডি মারিয়া। তার বুলেট গতির শট দারুণ নৈপুণ্যে ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ফেরান কামিলো ভারগাস।   

ম্যাচের ৬৯তম মিনিটে দি মারিয়াকে তুলে নেন কোচ। ম্যাচের প্রেক্ষাপটে কলম্বিয়ার গোলরক্ষকের জন্য যা বড় এক স্বস্তিরই বলা যায়। পুরোটা সময়ই দারুণ সব আক্রমণ গড়ে ও দূরপাল্লার শটে ভীতি ছড়ান তিনি। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank