শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ || ১৪ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আইপিএল: লিটন-শরিফুল-তাসকিনের ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি

স্পোর্টস ডেস্ক

১৬:১৫, ১ ফেব্রুয়ারি ২০২২

৬২৪

আইপিএল: লিটন-শরিফুল-তাসকিনের ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি

আসন্ন আইপিএলের মেগা নিলামে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের ভিত্তিমূল্য ২ কোটি রুপি। যা জানা গিয়েছিলো আগেই। এছাড়া খবর ছিলো আরও ৭ বাংলাদেশির নাম আছে নিলাম তালিকায়।  

তাদের সবার নাম চলে যায় ১০টি দলের কাছে। সেখান থেকে দলগুলোর চাহিদাপত্র মতো কিছু ক্রিকেটারের নাম রেখে বাদ দেওয়া হয়েছে বাকিদের। দলগুলো বাছাইয়ের তালিকায় জায়গা পেয়েছেন  শরিফুল ইসলাম, লিটন দাস, তাসকিন আহমেদ। 

তিন ক্রিকেটার আছেন ৫০ লাখ রুপি ভিত্তিমূল্যে।আইপিএল ২০২২ এর নিলামের জন্য মোট ৫১০ ক্রিকেটারের নাম চূড়ান্ত করেছে বিসিসিআই। এর মধ্যে ২২০ জন বিদেশি ক্রিকেটার। 

বিদেশি ২২০ জনের তালিকায় ৫ বাংলাদেশিসহ আছে অস্ট্রেলিয়ার ৪৭ জন (সর্বোচ্চ), ইংল্যান্ডের ২৪ জন, আফগানিস্তানের ১৭ জন, উইন্ডিজের ৩৪ জন, নিউজিল্যান্ডের ২৪ জন, দক্ষিণ আফ্রিকার ৩৩ জন, শ্রীলঙ্কার ২৩ জন, আয়ারল্যান্ডের ৫ জন, নামিবিয়ার ৩ জন, স্কটল্যান্ডের ২ জন এবং ইউএস,নেপাল ও জিম্বাবুয়ে থেকে ১ জন করে। 

চলতি মাসের ১২ ও ১৩ তারিখ হবে এবারের আইপিএল নিলাম। এখন পর্যন্ত কোথায় হবে এবারের আইপিএল, সেটি স্পষ্ট করে জানায়নি বিসিসিআই।  

এবারের নিলামে সব থেকে বেশি টাকা নিয়ে বসবে পাঞ্জাব কিংস। তাদের হাতে রয়েছে ৭২ কোটি টাকা। গতবারের অধিনায়ক লোকেশ রাহুলকে ছেড়ে দিয়েছে তারা। পাঞ্জাব দলে রয়েছেন মায়াঙ্ক আগারওয়াল ও আর্শদীপ সিং। সব থেকে কম টাকা রয়েছে দিল্লি ক্যাপিটালসের হাতে। তাদের হাতে ৪৭.৫ কোটি টাকা। 

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank