আইপিএল: লিটন-শরিফুল-তাসকিনের ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি
আইপিএল: লিটন-শরিফুল-তাসকিনের ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি
আসন্ন আইপিএলের মেগা নিলামে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের ভিত্তিমূল্য ২ কোটি রুপি। যা জানা গিয়েছিলো আগেই। এছাড়া খবর ছিলো আরও ৭ বাংলাদেশির নাম আছে নিলাম তালিকায়।
তাদের সবার নাম চলে যায় ১০টি দলের কাছে। সেখান থেকে দলগুলোর চাহিদাপত্র মতো কিছু ক্রিকেটারের নাম রেখে বাদ দেওয়া হয়েছে বাকিদের। দলগুলো বাছাইয়ের তালিকায় জায়গা পেয়েছেন শরিফুল ইসলাম, লিটন দাস, তাসকিন আহমেদ।
তিন ক্রিকেটার আছেন ৫০ লাখ রুপি ভিত্তিমূল্যে।আইপিএল ২০২২ এর নিলামের জন্য মোট ৫১০ ক্রিকেটারের নাম চূড়ান্ত করেছে বিসিসিআই। এর মধ্যে ২২০ জন বিদেশি ক্রিকেটার।
বিদেশি ২২০ জনের তালিকায় ৫ বাংলাদেশিসহ আছে অস্ট্রেলিয়ার ৪৭ জন (সর্বোচ্চ), ইংল্যান্ডের ২৪ জন, আফগানিস্তানের ১৭ জন, উইন্ডিজের ৩৪ জন, নিউজিল্যান্ডের ২৪ জন, দক্ষিণ আফ্রিকার ৩৩ জন, শ্রীলঙ্কার ২৩ জন, আয়ারল্যান্ডের ৫ জন, নামিবিয়ার ৩ জন, স্কটল্যান্ডের ২ জন এবং ইউএস,নেপাল ও জিম্বাবুয়ে থেকে ১ জন করে।
চলতি মাসের ১২ ও ১৩ তারিখ হবে এবারের আইপিএল নিলাম। এখন পর্যন্ত কোথায় হবে এবারের আইপিএল, সেটি স্পষ্ট করে জানায়নি বিসিসিআই।
এবারের নিলামে সব থেকে বেশি টাকা নিয়ে বসবে পাঞ্জাব কিংস। তাদের হাতে রয়েছে ৭২ কোটি টাকা। গতবারের অধিনায়ক লোকেশ রাহুলকে ছেড়ে দিয়েছে তারা। পাঞ্জাব দলে রয়েছেন মায়াঙ্ক আগারওয়াল ও আর্শদীপ সিং। সব থেকে কম টাকা রয়েছে দিল্লি ক্যাপিটালসের হাতে। তাদের হাতে ৪৭.৫ কোটি টাকা।
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান