ফরাসি কাপ থেকে পিএসজির বিদায়
ফরাসি কাপ থেকে পিএসজির বিদায়
করোনাকে জয় করে সোমবার (৩১ জানুয়ারি) একাদশে ফিরেছিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তবে তার ফেরার ম্যাচে নিসের কাছে পেনাল্টি শুট আউটে হেরে এবারের ফ্রেঞ্চ কাপ থেকে বিদায় নিয়েছে পিএসজি।
নিজ মাঠ পার্ক দে প্রিন্সে ফ্রেঞ্চ লিগ কাপের শেষ ষোলোর লড়াইয়ে নিসের বিপক্ষে মাঠে নেমেছিল পিএসজি। হাতছানি ছিল ১৬ বারের মতো ফরাসি কাপ জেতার। তবে তেমনটা সম্ভব হয়নি। নিসের কাছে টাইব্রেকারে ৬-৫ গোলে হেরে বিদায় নিয়েছে পিএসজি।
ম্যাচের প্রথম থেকেই বল দখলে এগিয়ে ছিল পিএসজি। তবে ৯০ মিনিটেও গোল করতে ব্যর্থ হয় মেসি-ইকার্দিরা। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে নিজেদের প্রথম তিন শটে বল জালে পাঠায় নিস। পিএসজির প্রথম দুটি শটে জাল খুঁজে নেন মেসি ও এমবাপ্পে। পারেদেসের নেওয়া তাদের তৃতীয় শট ঠেকিয়ে দেন নিসের গোলরক্ষক মার্চিন বুকা।
তবে নিসের পরের শট ঠেকান পিএসজির ইতালিয়ান গোলরক্ষক দোন্নারুম্মা। পরের তিনটি করে শটে দুই দলই আবার জাল খুঁজে নেয়। এরপর পিএসজির জাভি সিমোন্সের শট ফিরিয়ে নিসকে উল্লাসে ভাসান সেই বুকা।
এদিন নিসের বিপক্ষে বিখ্যাত ১০ নম্বর জার্সিতে মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। ফরাসি কাপের নিয়ম অনুযায়ী, শেষ ষোলোয় শুরুর একাদশে থাকা খেলোয়াড়দের পরতে হয় ১ থেকে ১১ নম্বর জার্সি। পিএসজিতে নিয়মিত ১০ নম্বর জার্সি পরা নেইমার চোটের কারণে দলে ছিলেন না নেইমার। তাই সেই বিখ্যাত ১০ নম্বর জার্সি পরে মাঠে নেমেছিলেন মেসি।
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান