রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ফরাসি কাপ থেকে পিএসজির বিদায়  

স্পোর্টস ডেস্ক

১০:৫২, ১ ফেব্রুয়ারি ২০২২

৪৯৩

ফরাসি কাপ থেকে পিএসজির বিদায়  

করোনাকে জয় করে সোমবার (৩১ জানুয়ারি) একাদশে ফিরেছিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তবে তার ফেরার ম্যাচে নিসের কাছে পেনাল্টি শুট আউটে হেরে এবারের ফ্রেঞ্চ কাপ থেকে বিদায় নিয়েছে পিএসজি। 

নিজ মাঠ পার্ক দে প্রিন্সে ফ্রেঞ্চ লিগ কাপের শেষ ষোলোর লড়াইয়ে নিসের বিপক্ষে মাঠে নেমেছিল পিএসজি। হাতছানি ছিল ১৬ বারের মতো ফরাসি কাপ জেতার। তবে তেমনটা সম্ভব হয়নি। নিসের কাছে টাইব্রেকারে ৬-৫ গোলে হেরে বিদায় নিয়েছে পিএসজি।  

ম্যাচের প্রথম থেকেই বল দখলে এগিয়ে ছিল পিএসজি। তবে ৯০ মিনিটেও গোল করতে ব্যর্থ হয় মেসি-ইকার্দিরা। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে নিজেদের প্রথম তিন শটে বল জালে পাঠায় নিস। পিএসজির প্রথম দুটি শটে জাল খুঁজে নেন মেসি ও এমবাপ্পে। পারেদেসের নেওয়া তাদের তৃতীয় শট ঠেকিয়ে দেন নিসের গোলরক্ষক মার্চিন বুকা। 

তবে নিসের পরের শট ঠেকান পিএসজির ইতালিয়ান গোলরক্ষক দোন্নারুম্মা। পরের তিনটি করে শটে দুই দলই আবার জাল খুঁজে নেয়। এরপর পিএসজির জাভি সিমোন্সের শট ফিরিয়ে নিসকে উল্লাসে ভাসান সেই বুকা।   
 
এদিন নিসের বিপক্ষে বিখ্যাত ১০ নম্বর জার্সিতে মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। ফরাসি কাপের নিয়ম অনুযায়ী, শেষ ষোলোয় শুরুর একাদশে থাকা খেলোয়াড়দের পরতে হয় ১ থেকে ১১ নম্বর জার্সি। পিএসজিতে নিয়মিত ১০ নম্বর জার্সি পরা নেইমার চোটের কারণে দলে ছিলেন না নেইমার। তাই সেই বিখ্যাত ১০ নম্বর জার্সি পরে মাঠে নেমেছিলেন মেসি।   

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank