শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ || ১৪ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

যে ৯ বাংলাদেশি আছেন আইপিএলের নিলামে 

স্পোর্টস ডেস্ক

১৪:৪৯, ২৩ জানুয়ারি ২০২২

আপডেট: ১৪:৪৯, ২৩ জানুয়ারি ২০২২

৪২৫

যে ৯ বাংলাদেশি আছেন আইপিএলের নিলামে 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল সংখ্যা বেড়ে এখন ১০টি। দলগুলো ঢেলে সাজাতে আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি হবে মেগা নিলাম। যে নিলামে নাম থাকছে বাংলাদেশের ৯ ক্রিকেটারের।  

নিলামের জন্য প্রাথমিকভাবে আবেদন করে ১ হাজার ২১৪ জন। সেখান থেকে জাতীয় দলে খেলা ২৭০ ও লিগ পর্যায়ে খেলা ৩১২ জন এবং সহযোগী দেশের ৪০ জনকে রাখা হয়েছে নিলামে।   

তারমধ্যে সর্বোচ্চ ২ কোটি রুপির ভিত্তিমূল্য পাচ্ছেন ৪৯ জন। সেখানে ১৭ জন ভারতীয় এবং ৩২ জন বিদেশী। সাকিব ও মোস্তাফিজ ছাড়াও এই তালিকায় আছে শ্রেয়াশ আয়ার, রবিচন্দ্রন অশ্বিন, ইশান কিশান, প্যাট কামিন্স, ট্রেন্ট বোল্ট এর নাম।   

নিলামে বাংলাদেশের ৯ ক্রিকেটার থাকলেও তা কাল জানা যায়নি। সর্বশেষ ক্রিকবাজের প্রতিবেদনে জানা যায় বাকি ৭ জনের নাম।  

সে সাত ক্রিকেটার হলেন- মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, মেহেদী মিরাজ, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী ও শেখ মেহেদী। তাদের ভিত্তিমূল্য কত সেটা এখনও জানা যায়নি।  

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank