শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ || ১৪ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আইপিএলে সর্বোচ্চ ভিত্তিমূল্যে সাকিব-মোস্তাফিজ 

স্পোর্টস ডেস্ক

১০:৪০, ২২ জানুয়ারি ২০২২

আপডেট: ১১:১৫, ২২ জানুয়ারি ২০২২

৫৯৩

আইপিএলে সর্বোচ্চ ভিত্তিমূল্যে সাকিব-মোস্তাফিজ 

সর্বশেষ আইপিএল খুব একটা ভালো যায়নি সাকিব আল হাসানের। তারপরও আসন্ন আইপিএল মেগা নিলামে তার সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপি নির্ধারণ করেছে আয়োজক কর্তৃপক্ষ। সাথে রাজস্থানের হয়ে দুর্দান্ত পারফর্ম করা মোস্তাফিজকেও রাখা হয়েছে একই ক্যাটাগরিতে। অর্থাৎ তাদের নিলাম শুরু হবে দুই কোটি রুপি থেকে।  

আগামী ১২ ও ১৩ এপ্রিল আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে নির্ধারণ হবে ১০ দলে কোন কোন প্লেয়ার থাকবে। নিলামের জন্য প্রাথমিকভাবে আবেদন করে ১ হাজার ২১৪ জন। সেখান থেকে জাতীয় দলে খেলা ২৭০ ও লিগ পর্যায়ে খেলা ৩১২ জন এবং সহযোগী দেশের ৪০ জনকে রাখা হয়েছে নিলামে।  

তারমধ্যে সর্বোচ্চ ২ কোটি রুপির ভিত্তিমূল্য পাচ্ছেন ৪৯ জন। যারমধ্যে ১৭ জন ভারতীয় এবং ৩২ জন বিদেশী। সাকিব ছাড়াও এই তালিকায় আছে শ্রেয়াশ আয়ার, রবিচন্দ্রন অশ্বিন, ইশান কিশান, প্যাট কামিন্স, ট্রেন্ট বোল্ট এর নাম।  

সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোপি রুপি পাচ্ছেন যারা

ভারতীয়

রবিচন্দ্র অশ্বিন, ইয়ুজবেন্দ্র চাহাল, দিপক চাহার, শিখর ধাওয়ান, স্রেয়াশ আয়ার, দিনেশ কার্তিক, ইশান কিশান, ভুবনেশ্বর কুমার, দেবদুত পাডিক্কাল, ক্রুনাল পান্ডিয়া, হার্শাল প্যাটেল, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, মোহাম্মদ শামি, শার্দুল ঠাকুর, রবিন উথাপ্পা এবং উমেশ যাদব।

বিদেশি

মুজিব জাদরান, অ্যাস্টন অ্যাগার, নাথান কাউল্টার-নেইল, প্যাট কামিন্স, জস হ্যাজলউড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, ম্যাথ্যু ওয়েড, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা, সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, স্যাম বিলিংস, সাকিব মাহমুদ, ক্রিস জর্ডান, ক্রেইগ ওভারটন, আদিল রশিদ, জেসন রয়, জেমস ভিন্স, ডেভিড উইলি, মার্ক উড, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন, কুইন্টন ডি কক, মার্চেন্ট ডি লাঙ, ফ্যাফ ডু প্লেসি, কাগিসো রাবাদা, ইমরান তাহির, ফ্যাবিয়েন অ্যালেন, ডোয়াইন ব্র্যাভো, এভিন লুইস, ওডেন স্মিথ।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank