চট্টগ্রামকে হারিয়ে বিপিএল শুরু বরিশালের
চট্টগ্রামকে হারিয়ে বিপিএল শুরু বরিশালের
১২৬ রানের সহজ লক্ষ্য তৌহিদ হৃদয় ও সৈকত আলীর জুটিতে মনে হচ্ছিল আরও সহজ। তবে মিরাজের এক ওভারে দুই উইকেট যেতেই আবারও জমে উঠে ম্যাচ। তবে জিয়াউর রহমান ও ড্যারেন ব্রাভোর ব্যাটিংয়ে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে সাকিবের ফরচুন বরিশাল।
৮ বল হাতে রেখে ৪ উইকেটে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়েছে সাকিব আল হাসান বাহিনী। দল হারলেও ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন চট্টগ্রামের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।
চট্টগ্রামের দেওয়া লক্ষ্য তাড়ায় শুরুতেই নাজমুল হাসান শান্তকে হারায় বরিশাল। পরে স্কোরবোর্ডের গতি তুলতে মিরাজের বলে হাঁকাতে গিয়ে বোল্ড হন সাকিবও।
পরে তৃতীয় উইকেট জুটিতে হৃদয়কে নিয়ে হাল ধরেন সৈকত আলী। দলীয় ৬২ রানে মুকিতুল মুগ্ধর বলে আউট হন হৃদয়। চতুর্থ উইকেট জুটিতে দ্রুত ৩০ রান তোলেন সৈকত ও ইরফান শুক্কুর।
ম্যাচ জয়ের সমীকরণ তখন খুবেই সহজ। বলপ্রতি রান প্রয়োজন। এরমধ্যে মিরাজের এক ওভারে পরপর সাজঘরে যান সৈকত ও ইরফান। সে ওভারেই রানআউট হন সালমান।
৬ উইকেট হারিয়ে দল চাপে পড়লেও বাকি পথ সহজেই পার করেন জিয়া। মারকাটারি ব্যাটিংয়ের জন্য একসময় যার অনেক সুনাম ছিলো। তার যোগ্য ছিলেন ব্রাভোও। জিয়া অপরাজিত থাকে ১২ বলে ১৯ রান নিয়ে।
এর আগে টসে হেরে শুরুতে ব্যাট করতে নেমে নাইম হাসানের বলে প্রথমেই ছক্কা হাঁকান চট্টগ্রামের কেনার লুইস। তবে তারপরের বলেই নাজমুল হাসান শান্তর হাতে বন্দী হন এই ওপেনার।
পরে একে একে আসা-যাওয়ার মিছিলে ছিলেন আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, সাব্বির রহমান, শামিম পাটোয়ারী ও উইল জেক। শেষ দিকে ২০ বলে ৪১ করে স্কোরকে ১২৫ এ নিয়ে যান বেনি হাওয়েল।
অন্যদিকে ফরচুন বরিশালের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন আলজুরি জোসেফ। দুটি উইকেট নেন নাইম হাসান। আর কিপটে বোলিংয়ে মাত্র ৯ রান দিয়ে এক সাব্বির রহমানকে ফেরান সাকিব আল হাসান।
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান