রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিলবাওকে হারিয়ে সুপার কাপ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক

১০:১৫, ১৭ জানুয়ারি ২০২২

৫৭৩

বিলবাওকে হারিয়ে সুপার কাপ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। রবিবার (১৬ জানুয়ারি) রাতে দুই অর্ধে করা দুই গোলে ২-০ ব্যবধানে জিতে স্পেনের ঘরোয়া ফুটবলের শিরোপাটি নিজেদের করে নিয়েছে রিয়াল।

ইনজুরি ও করোনা নিয়ে দুশ্চিন্তা থাকলেও সৌদি আরব জয় করেই স্পেনে ফিরতে মরিয়া ছিল রিয়াল শিবির। তাদের সেই স্বপ্ন সত্যি হয়েছে।স্প্যানিশ সুপার কাপের ৩৮ তম আসরের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে তারা।  

গেলবার সেমিফাইনালে এই বিলবাওয়ের কাছে হেরে বিদায় নিয়েছিল রিয়াল। এবার সে আক্ষেপ শিরোপার আলোয় আলোকিত করেছে আনচেলত্তির শিষ্যরা। কোচ হিসেবে মেয়াদ শুরুর পর দলকে আরও একটি শিরোপা উপহার দিলেন তিনি।

ম্যাচের ১৯তম মিনিটেই এগিয়ে যেতে পারত রিয়াল। ভিনিসিউস জুনিয়রের বাড়ানো বল শট নেন করিম বেনজেমা। তবে সেটি অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। একের পর এক আক্রমণ তোপে ৩৮তম মিনিটে সাফল্যের দেখা পায় রিয়াল। মদ্রিচের গোলে এগিয়ে যায় মাদ্রিদ।  

বিরতির পরও ৫২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে তারা। ডি-বক্সের মুখ থেকে বেনজেমার শট ডিফেন্ডার আলভারেসের হাতে লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিকে নিজেই গোলটি করেন ফরাসি স্ট্রাইকার।

ম্যাচের ৬৪তম মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল বিলবাও। কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হতে হয়। এছাড়া ম্যাচের শেষ সময় যত ঘনিয়ে আসছিল, ততই আক্রমণে ধার বাড়িয়েছে তারা। কিন্তু কাঙ্ক্ষিত সেই মুহূর্ত ধরা দিচ্ছিল না।

ফাইনালের আগে ইনজুরি আর কোভিড সমস্যায় জর্জরিত ছিল রিয়াল মাদ্রিদ। ইনজুরিতে পড়ে খেলতে পারেননি আসেনসিও। ম্যাচের আগের দিন যোগ দিতে পারেননি অনুশীলনে। তার জায়গায় খেলেন ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগো। ভিনিসিউস ও বেনজেমার সঙ্গে আক্রমণ সামলানোর দায়িত্ব পালন করেন রদ্রিগো। 

শুধু অ্যাসেনিও নন, রিয়ালকে চিন্তায় ফেলেছিল রাইটব্যাক ড্যানি কারবাহাল। কোভিড পজিটিভ হওয়ায় কপাল পুড়েছে তার। কারবাহালের জায়গায় খেলেন স্প্যানিশ উইুঙ্গার লুকাস ভাসকেজ।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank