রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মেসি-রোনালদোকে একসঙ্গে খেলানোর চেষ্টায় পিএসজি!

স্পোর্টস ডেস্ক

১৬:৪৪, ১১ জানুয়ারি ২০২২

আপডেট: ১৬:৫০, ১১ জানুয়ারি ২০২২

৫৩১

মেসি-রোনালদোকে একসঙ্গে খেলানোর চেষ্টায় পিএসজি!

মেসি ও রোনালদোকে একসঙ্গে খেলানোর চেষ্টা করছে পিএসজি
মেসি ও রোনালদোকে একসঙ্গে খেলানোর চেষ্টা করছে পিএসজি

১৫ বছর ধরে ফুটবল ভক্তদের বুঁদ করে রেখেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। একসময় একই লিগে চির প্রতিদ্বন্দ্বী ক্লাবে খেলেছেন দু‘জন। তবে অনেক ভক্তের মনেই ছিলো সময়ের সেরা দুই ফুটবলারকে একই ক্লাবে একই জার্সিতে খেলতে দেখার। দ্য সানের খবর সত্যি হলে সে স্বপ্ন বাস্তবও হতে পারে।  

দ্য সান জানাচ্ছে, রোনালদোকে দলে টানার যোগাড়যন্ত্র শেষ করছে মেসির দল পিএসজি, এখন কেবল অপেক্ষা ইউনাইটেডের মহাতারকার ইঙ্গিতের।

নিজ দল ম্যানচেস্টার ইউনাইটেডে হতাশা ক্রমেই বাড়ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। এমনকি ‘সঙ্কটকালীন আলোচনাও’ করেছেন এজেন্ট সার্জেও মেন্দেসের সঙ্গে, এ সবই পুরোনো খবর। ইংলিশ সংবাদ মাধ্যম এবার জানাচ্ছে নতুন তথ্য, সেটা সত্যি হলে শিগগিরই রোনালদোকে দেখা যাবে পিএসজিতে, লিওনেল মেসির সঙ্গে!

চলতি মৌসুমে রোনালদো ম্যানইউতে ২১ ম্যাচ খেলে ফেলেছেন, করেছেন ১৪ গোল। তার সুবাদেই চ্যাম্পিয়ন্স লিগে দলটি গ্রুপপর্ব পার করেছে সেরা দল হিসেবে। তবে লিগে দলটির দুর্দশা চলছেই। বর্তমানে আছে লিগের সপ্তম অবস্থানে, শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটি থেকে ২২ পয়েন্ট পিছিয়ে।

দলের এমন দুর্দশায় রোনালদোর দুশ্চিন্তা ক্রমেই বাড়ছে। জুভেন্তাস থেকে ইউনাটেড যাত্রাকে সফল করার ভাবনা আছে তার মগজে, তবে তিনি এটাও মেনে নিয়েছেন, দলটির বর্তমান স্কোয়াড নিয়ে তা সম্ভব নয়। এমন পরিস্থিতিতে এজেন্ট সার্জেও মেন্দেসের সঙ্গে আলোচনায় বসেছিলেন তিনি। এরপর থেকেই ধারণা করা হচ্ছে, শিগগিরই রোনালদো ছেড়ে দিতে পারেন ইউনাইটেড।

পাঁচ বারের ব্যালন ডি’অর বিজয়ীর দল ছাড়ার বিষয়টি জানার পরই পিএসজি তাকে দলে টানতে আগ্রহ দেখিয়েছে, জানাচ্ছে দ্য সান। অপেক্ষা করছে রোনালদোর সম্মতির। তাহলেই ইউনাইটেডের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব দেবে পিএসজি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank