শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ক্রাইস্টচার্চে টাইগারদের হতাশার দিন

স্পোর্টস ডেস্ক

১২:১৭, ৯ জানুয়ারি ২০২২

আপডেট: ১৩:১৯, ১০ জানুয়ারি ২০২২

৫৫৬

ক্রাইস্টচার্চে টাইগারদের হতাশার দিন

উইকেট পুরো সবুজে ঢাকা। টসে জিতে ফিল্ডিংও নেন অধিনায়ক মুমিনুল হক। তবে প্রত্যাশিত সাফল্যা এনে দিতে পারেননি পেসাররা। অন্যভাবে বলতে গেলে টম লাথাম ও ডেভন কনওয়ের অসাধারণ ব্যাটিংয়ে হতাশ হতে হয়েছে টাইগারদের। 

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে মাত্র এক উইকেট হারিয়ে ৩৪৯ রান তুলেছে নিউজিল্যান্ড। ১৮৬ রান করে ডাবল সেঞ্চুরির দ্বারপ্রান্তে আছেন অধিনায়ক টম লাথাম ও সেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে থেকে দিন শেষ করেছেন ডেভন কনওয়ে। 

প্রথম সেশনে কোন উইকেট না হারিয়ে ৯২ রান তোলে নিউজিল্যান্ড। থম সেশনের মতো দ্বিতীয় সেশনেও ওয়ানডে মেজাজে ব্যাট করেন লাথাম। তাকে যোগ্য সঙ্গ দিয়ে অর্ধশতক তুলে নেন ইয়ং। দুজনের উদ্বোধনেজুটি শতক ছাপিয়ে দেড়শ রানের দিনে ছুটতে থাকে, তখন সফরকারী শিবিরে স্বস্তি ফেরান শরিফুল।

ইয়ংকে পয়েন্টে অভিষিক্ত নাঈম শেখের হাতে তালুবন্দি করিয়ে সাজঘরে পাঠান শরিফুল। ১১৪ বলে ৫৪ রান করে ডানহাতি ওপেনার আউট হন। শরিফুলের লাফিয়ে উঠা পয়েন্ট দিয়ে উড়াতে চেয়েছিলেন ইয়ং। টাইমিংয়ে গড়বড় করায় বল যায় সোজা নাঈমের হাতে।

ইয়ং ফিরে গেলেও টলানো যায়নি লাথামকে। বাংলাদেশের বিপক্ষে অপ্রতিরোধ্য লাথাম প্রথম টেস্টে রান না পাওয়ার আক্ষেপ ঘোচাচ্ছেন এই টেস্টে। মাত্র ১৩৩ বলে সেঞ্চুরি তুলে নেন তিনি। মেহেদী হাসান মিরাজের বল অন সাইডে পাঠিয়ে ৯৯ থেকে শতরানে পৌঁছান লাথাম। এতে ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি পেলেন বাঁহাতি ব্যাটসম্যান। ১৩৩ বলে ১৭ চারে সাজান সেঞ্চুরির ইনিংসটি।  

তার সাথে টাইগারদের ভোগাতে শুরু করেন ডেভন কনওয়ে। দুজনের ২০১ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন থেকে দিন শেষ করেন। মাঝে এবাদতের বলে আউট দেওয়া হয় টম লাথামকে। তবে বল স্ট্যাম্প এর উপরে থাকায় বেঁচে যান নিউজিল্যান্ড কাপ্তান।  

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank