শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সবুজ উইকেটেও দাপট দেখাচ্ছেন লাথাম-কনওয়ে

স্পোর্টস ডেস্ক

১০:৩৫, ৯ জানুয়ারি ২০২২

৪৬০

সবুজ উইকেটেও দাপট দেখাচ্ছেন লাথাম-কনওয়ে

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ হ্যাগলি ওভালে পুরো পিচ সবুজে ঢাকা। বিশেষজ্ঞরা বলে যাচ্ছিলেন টস খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই উইকেটে। সবুজ উইকেটের ফায়দা নিতে আগে বোলিং নিতে হবে। টাইগার কাপ্তান মুমিনুলও টসে জিতে বোলিং নিতে দ্বিধা করেননি। তবে সেটা খুব বেশি প্রভাবক হয়ে উঠছে না টম লাথাম ও ডেভন কনওয়ের দাপটে। 

দিনের ৭৮ ওভার পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ২৯৫-১। ওভারপ্রতি প্রায় চার করে রান তুলছে নিউজিল্যান্ড। টম লাথাম ও কনওয়ে যথাক্রমে অপরাজিত আছেন ১৬৭ ও ৬৮ রান করে। বাংলাদেশের হয়ে একমাত্র সাফল্যটি এসেছে পেসার শরিফুল ইসলামের হাত ধরে।

কোনো উইকেট না হারিয়ে স্কোর বোর্ডে ৯২ রানের সংগ্রহ নিয়ে লাথাম ৬৬ এবং উইল ইয়ং ২৬ রান নিয়ে দ্বিতীয় সেশনের খেলা শুরু করেন। প্রথম সেশনের মতো দ্বিতীয় সেশনেও ওয়ানডে মেজাজে ব্যাট করেন লাথাম। তাকে যোগ্য সঙ্গ দিয়ে অর্ধশতক তুলে নেন ইয়ং। দুজনের উদ্বোধনেজুটি শতক ছাপিয়ে দেড়শ রানের দিনে ছুটতে থাকে, তখন সফরকারী শিবিরে স্বস্তি ফেরান শরিফুল।

ইয়ংকে পয়েন্টে অভিষিক্ত নাঈম শেখের হাতে তালুবন্দি করিয়ে সাজঘরে পাঠান শরিফুল। ১১৪ বলে ৫৪ রান করে ডানহাতি ওপেনার আউট হন। শরিফুলের লাফিয়ে উঠা পয়েন্ট দিয়ে উড়াতে চেয়েছিলেন ইয়ং। টাইমিংয়ে গড়বড় করায় বল যায় সোজা নাঈমের হাতে।

ইয়ং ফিরে গেলেও টলানো যায়নি লাথামকে। বাংলাদেশের বিপক্ষে অপ্রতিরোধ্য লাথাম প্রথম টেস্টে রান না পাওয়ার আক্ষেপ ঘোচাচ্ছেন এই টেস্টে। মাত্র ১৩৩ বলে সেঞ্চুরি তুলে নেন তিনি। মেহেদী হাসান মিরাজের বল অন সাইডে পাঠিয়ে ৯৯ থেকে শতরানে পৌঁছান লাথাম। এতে ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি পেলেন বাঁহাতি ব্যাটসম্যান। ১৩৩ বলে ১৭ চারে সাজান সেঞ্চুরির ইনিংসটি।

পরে কনওয়েকে নিয়ে টাইগারদের ভোগাচ্ছেন লাথাম। এবাদতের বলে অবশ্য এলবিডব্লিউ হয়েছিলেন কিউই কাপ্তান। তবে রিভিউ নিয়ে সে যাত্রা বেঁচে যান এই ওপেনার। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank