ফিফা বর্ষসেরার তালিকায় নেই আর্জেন্টিনার কোচ
ফিফা বর্ষসেরার তালিকায় নেই আর্জেন্টিনার কোচ
২০২১ সালে আর্জেন্টিনাকে অপরাজিত রেখেছেন সব প্রতিযোগিতায়। কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে তার দল কাটিয়েছে ২৮ বছরের শিরোপাখরা, নিশ্চিত করে ফেলেছে বিশ্বকাপ যাত্রাও। তবু আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনির জায়গা হলো না ফিফা বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায়।
সম্প্রতি ফিফা বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করে ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। সেখানে লিওনেল মেসিদের কোচ স্ক্যালোনির জায়গা না হলেও ইউরোজয়ী ইতালির কোচ রবার্তো মানচিনি অবশ্য ঠিকই জায়গা করে নিয়েছেন।
ইউরোজয় তো আছেই, মানচিনির কোচিংয়ে ইতালি টানা জয়ের বিশ্ব রেকর্ডও গড়ে ফেলেছিল। গেল অক্টোবরের আগ পর্যন্ত দলটি টানা ৩৭ ম্যাচে অপরাজিত ছিল। ইতালিকে নিয়ে এমন কীর্তি গড়েই বিশ্বসেরা কোচ হওয়ার সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়ে গেছেন সাবেক ম্যানচেস্টার সিটি কোচ।
এই তালিকায় তিনি ছাড়াও আছেন আরও দুই কোচ। দুজনই প্রিমিয়ার লিগের। দুই ক্লাবই আবার গত মৌসুমে খেলেছে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। ম্যানচেস্টার সিটির চ্যাম্পিয়ন্স লিগ আক্ষেপ না ঘুচলেও কোচ পেপ ঠিকই জায়গা করে নিয়েছেন সেখানে, আর দায়িত্ব নেওয়ার পাঁচ মাসের মাথায় চেলসিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর অসাধ্য সাধন করে থমাস টুখেলও ঢুকে গেছেন এই তালিকায়।
গত বছর নভেম্বরে পুরুষ দলের বর্ষসেরা কোচের প্রাথমিক তালিকা প্রকাশ করে ফিফা। সেখানে অবশ্য স্ক্যালোনির জায়গা হয়েছিল। তার সঙ্গে সাবেক বায়ার্ন মিউনিখ কোচ ও বর্তমানে জার্মানির দায়িত্বে থাকা হ্যান্সি ফ্লিক, ইন্টার মিলানকে সিরি’আ জেতানো অ্যান্তোনিও কন্তে, অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ ডিয়েগো সিমিওনেও ছিলেন সেই তালিকায়। চূড়ান্ত তালিকায় অবশ্য কারোই জায়গা হয়নি।
স্ক্যালোনি বর্ষসেরা কোচের তালিকায় জায়গা না পেলেও তার স্বদেশি লিওনেল মেসি ঠিকই জায়গা করে নিতে পারেন বিশ্বসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায়। ২০২১ সালে রেকর্ড ৭ম ব্যালন ডি’অর জেতা এই মহাতারকা ফিফা বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় আছেন কি-না সে প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করতে হবে আজ রাত পর্যন্ত। শুক্রবার রাতে পুরুষ ও নারীদের বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকা ঘোষিত হবে।
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান