রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পিএসজির কোচ হচ্ছেন জিদান!

স্পোর্টস ডেস্ক

১০:২২, ৭ জানুয়ারি ২০২২

৫৬৪

পিএসজির কোচ হচ্ছেন জিদান!

গুঞ্জনটা অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল। এবার হয়তো সেটিই সত্যি হতে যাচ্ছে। মেসিদের পিএসজির কোচ হতে যাচ্ছেন রোনালদোর পুরনো ক্লাব রিয়াল মাদ্রিদের সাবেক কোচ জিনেদিন জিদান।

আর এ খবরটি সামনে নিয়ে এসেছেন আরএমসির প্রখ্যাত সাংবাদিক ড্যানিয়েল রায়োলা। তার মতে, প্যারিস সেইন্ট জার্মেইতে জিজোই (জিদান) মাউরিসিও পচেত্তিনোর স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন।

শোনা যাচ্ছে, পিএসজির আর্জেন্টাইন ম্যানেজার পচেত্তিনোকে তার চলতি মৌসুম শেষ করার সুযোগ দেবে ক্লাব। আর তাই আপাতত দায়িত্ব সামলাবেন তিনিই।

তার খবর যদি সত্য হয়, তাহলে আগামী মৌসুমেই মেসি-নেইমারদের কোচ হিসেবে দেখা যাবে জিনেদিন জিদানকে। যদিও আগামী মৌসুমে এমবাপ্পের প্যারিসে থাকা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। আর তাই জিদান তাকে পান কি না সেটিও বড় প্রশ্ন। তবে এমনও শোনা যাচ্ছে, এরই মধ্যে ফ্রি এজেন্ট হওয়া কিলিয়ান এমবাপ্পেকে হয়তো ক্লাবে রেখে দেওয়ার চেষ্টা করবেন জিদান।

ফুটবলের গত দলবদলে পিএসজির ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে কম আলোচনা হয়নি। একসময় তিনি নিজেই চেয়েছিলেন পছন্দের ক্লাব রিয়াল মাদ্রিদে চলে যেতে। কিন্তু পিএসজি ছাড়েনি তাকে। তরুণ বিশ্বকাপজয়ী এ তারকাকে দলে টানতে রিয়ালও কম চেষ্টা চালায়নি। তবে বারবারই ভগ্ন হৃদয়ে ফিরে যেতে হয়েছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank