শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

টেনশনে রাতে ঘুম হয়নি মুমিনুলের

স্পোর্টস ডেস্ক

১২:২৭, ৫ জানুয়ারি ২০২২

আপডেট: ১২:২৮, ৫ জানুয়ারি ২০২২

৪৪৯

টেনশনে রাতে ঘুম হয়নি মুমিনুলের

চতুর্থ দিনের শেষবেলায় পেসার ইবাদত হোসেনের বিধ্বংসী স্পেলে উঁকি দেয় জয়ের স্বপ্ন। তবে অতিত ইতিহাস নির্ভার থাকতে দেয়নি টেস্ট অধিনায়ক মুমিনুল হককে। আগের রাতে টেনশনে ঠিকমতো ঘুম হয়নি তার। 

বুধবার (৫ জানুয়ারি) মাউন্ট মঙ্গানুই টেস্টের পঞ্চম ও শেষদিনের প্রথম সেশনেই স্বাগতিক নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। ৮ উইকেটের বড় ব্যবধানে জিতে তারা দুই ম্যাচের সিরিজে এগিয়ে গেছে ১-০ ব্যবধানে। 

প্রথমবারের মতো টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে থাকা কোনো দলকে তাদের মাটিতে হারানোর স্বাদ পেয়েছে টাইগাররা। তিন সংস্করণ মিলিয়ে টানা ৩২ ম্যাচে হারার পর দ্বীপদেশটিতে কাঙ্ক্ষিত জয়ের অপেক্ষার অবসান হয়েছে তাদের।

আগের দিনের ৫ উইকেটে ১৪৭ রান নিয়ে খেলতে নামা নিউজিল্যান্ড এদিন শুরু থেকেই পড়ে বাংলাদেশের বোলারদের তোপে। আর ২২ রান যোগ করতেই হাতে থাকা ৫ উইকেট খুইয়ে ফেলে তারা। প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিতে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ইবাদত নেন ৬ উইকেট। আরেক পেসার তাসকিন আহমেদের শিকার ৩ উইকেট। ৪০ রানের সহজ লক্ষ্য পেরোতে সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্তকে হারাতে হয় বাংলাদেশের। দলকে জিতিয়ে অপরাজিত থাকেন অধিনায়ক মুমিনুল ও অভিজ্ঞ মুশফিকুর রহিম।

আরও পড়ুন: নিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস

রেকর্ডের পাতায় বাংলাদেশের ঐতিহাসিক জয়

ম্যাচের পর সংবাদ সম্মেলনে মুমিনুল জানান, উত্তেজনায় আগের রাতে ঘুমাতে পারেননি তিনি, 'কী ঘটেছে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। এটা অবিশ্বাস্য। সত্যি বলতে, চাপের কারণে এবং আজ কী হবে সেটা ভেবে আমি আগের রাতে ঘুমাতে পারিনি। আমি মনে করি, এই জয়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। গত দুই বছরে আমরা খুব বেশি টেস্ট খেলিনি। আমরা টেস্ট ক্রিকেটে উন্নতি করতে মরিয়া। দলের সবাই সেটা জানে।'

'গতকাল খেলা শেষে রুমে যাওয়ার পর রাতে আমি ঘুমাতে পারিনি। ওদের ৫ উইকেট পড়ে যাওয়ার পর মনে হচ্ছিল, ওরা বেশি রান করতে পারে আবার কম রানও করতে পারে। এই টেনশনে আমার ঘুম-টুম কম ছিল।'

দলীয় পারফরম্যান্স নিয়ে খুশি মুমিনুল আলাদা করে উল্লেখ করেন বাংলাদেশের বোলারদের কথা, 'আমার মতে, এটা ছিল দলগত পারফরম্যান্স। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- তিন বিভাগেই আমরা খুব ভালো করেছি। বিশেষ করে, আমাদের বোলাররা প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও দারুণ বল করেছে। আর্দ্রতা কাজে লাগিয়েছে। ব্যাটাররা একইভাবে খুবই ভালো করেছে।'

সব অনিশ্চয়তা কেটে ধরা দিয়েছে জয়, তাই একটা লম্বা ঘুম দিতেই পারেন মুমিনুল!

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank