রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

হ্যাট্রিক দিয়ে নতুন বছর শুরু এমবাপের

স্পোর্টস ডেস্ক

১৩:১৩, ৪ জানুয়ারি ২০২২

৪৬১

হ্যাট্রিক দিয়ে নতুন বছর শুরু এমবাপের

করোনাক্রান্ত হয়ে দল থেকে বাদ পড়েছেন লিওনেল মেসি। অপরদিকে ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। তবে তাদের ছাড়াও অপ্রতিরোধ্য পিএসজি। কারণ তাদের আছে আরেক বড় তারকা কিলিয়ান এমবাপে।

সোমবার (৩ জানুয়ারি) লিগ কাপ ম্যাচে ভেনের বিপক্ষে হ্যাট্রিক করেছেন ফরাসি এ তারকা। প্যারিস ম্যাচটি জিতেছে ৪-০ গোলে।

ভেনের মাঠ স্ট্যান্ড ডে লা রাবিনে পিএসজির সামনে দাঁড়াতেই পারেনি দলটি। বোঝাই যাচ্ছিল ফ্রান্সের সেরা দলের সাথে ফ্রান্সের চতুর্থ বিভাগের দলের খেলা হলে কি হবে। এমবাপের হ্যাট্রিকের পর আরেকটি গোল আসে প্রিসনেল কিম্পেম্বের মাথা দিয়ে।

খেলার ২৮তম মিনিটে পিএসজিকে এগিয়ে দেন দলের অধিনায়কের দায়িত্বে থাকা কিম্পেম্বে। এরপর ৫৯তম মিনিটে নিশানা খুঁজে নেন এমবাপে। ৭১তম মিনিটে আবারও তার বল জাল খুঁজে পায়। আর ৭৬তম মিনিটে নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। এ জয়ে হাসি মুখেই মাঠ ছাড়ে মেসিবিহীন পিএসজির ফুটবলাররা। 

এমবাপের পাশে পিএসজির আক্রমণভাগে খেলেছেন বার্সেলোনা থেকে আসা প্রতিভাবান তরুণ জাভি সিমোন্স আর মিডফিল্ডার জর্জিনিও ভাইনালডম। এ জয়ে ফরাসি লিগ কাপে শেষ ষোলতে উঠলো পিএসজি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank