শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

লাথাম-কনওয়ে সাজঘরে, আছে ক্যাচ মিসের আক্ষেপ

স্পোর্টস ডেস্ক

০৯:৫৮, ৪ জানুয়ারি ২০২২

৬৮৬

লাথাম-কনওয়ে সাজঘরে, আছে ক্যাচ মিসের আক্ষেপ

নিউজিল্যান্ডের মাটিতেই চতুর্থ দিনেও এগিয়ে আছে বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংস শেষে ১৩০ রানে এগিয়ে থাকার পর তুলে নিয়েছে কিউই কাপ্তান টম লাথাম ও আগের ইনিংসে সেঞ্চুরিয়ান ডেভন কনওয়ের উইকেট। 

রিপোর্ট লেখা পর্যন্ত ৯৩-২ তুলেছে নিউজিল্যান্ড। বাংলাদেশ এখনও এগিয়ে আছে ৩৭ রানে। লিটন দাস ও সাদমান উইল ইয়ং ও রস টেইলরের ক্যাচ না হলে দিনটা আরও রঙিন হতে পারতো টাইগারদের। 

 ম্যাচের চতুর্থ দিনের দ্বিতীয় সেশনের শুরু থেকেই নিয়ন্ত্রিত লাইন ও লেন্থ ঠিক রেখে বল করে যাচ্ছেন পেসার ও স্পিনার। এতে সাফল্য মেলে ইনিংসের নবম ওভারেই। রাউন্ড দ্য উইকেট থেকে ওপেনার টম লাথামকে আক্রমণ করছিলেন তাসকিন। অ্যাঙ্গেল করে বল ভেতরে ঢোকানোর চেষ্টা ছিল। তাতে সফলও হলেন। বাড়তি গতির সঙ্গে বাউন্সার দেওয়া এক বলে লাথাম ডিফেন্স করতে গিয়ে বল উইকেটে টেনে এনে বোল্ড হন। ফেরেন ১৪ রান করে।

দ্বিতীয় উইকেটে ডেভন কনওয়ে ও উইল ইয়াং মিলে প্রতিরোধ গড়ার চেষ্টা করলে দৃশ্যপটে আসে এবাদত হোসেন। কনওয়ের ব্যাট-প্যাডে আঘাত করে বল যায় গালিতে। বালাদেশের আবেদনে আম্পায়ার নট আউট দেন। রিভিউ নিয়ে বাংলাদেশ পেয়ে যায় দ্বিতীয় সাফল্য। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান কনওয়ে ফেরেন ১৩ রান করে।

যদিও উইকেট আরো একটি পেতে পারত বাংলাদেশ। মিরাজের বলে ইয়াং ৩১ রানে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন। লিটনের গ্লাভসে বল জমেনি। পরে রস টেইলরের ক্যাচ মিস করেন সাদমান। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank