শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মনযোগ হারিয়ে সাজঘরে ফিরলেন লিটন-মুমিনুল

স্পোর্টস ডেস্ক

১১:০৩, ৩ জানুয়ারি ২০২২

আপডেট: ১১:০৫, ৩ জানুয়ারি ২০২২

৪৫১

মনযোগ হারিয়ে সাজঘরে ফিরলেন লিটন-মুমিনুল

টানা ব্যর্থতায় চাপের মুখে থেকেও নিউজিল্যান্ডে দুর্দান্ত করছে বাংলাদেশ। এশিয়ার বাইরে দ্বিতীয় ইনিংসে প্রথমবার লিডও পেয়েছে টাইগাররা। মুমিনুল হক ও লিটন দাসের ব্যাটে চড়ে বড় লিডের স্বপ্নও দেখছিলো দেশ। তবে মনযোগ হারিয়ে তৃতীয় দিন নিজেদের করে নিতে পারছে না রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা। 

মুমিনুল হক তখন খেলছিলেন ৮৮ রানে। ট্রেন্ট বোল্ড বারবার বল ছুঁড়ে যাচ্ছিলেন অফস্ট্যাম্পের বাইরে। এরমাঝেই একটি বল ইনসুইং করে লাগে তার প্যাডে। মনযোগ থাকলে যে কোন ব্যাটসম্যান এভাবে বল ছেড়ে দেওয়ার কথা নয়। তবে টাইগার অধিনায়ক সেটাই করলেন। আর সাজঘরে ফিরলেন সেঞ্চুরি বঞ্চিত হয়ে। 

মাঠে তখন নতুন ব্যাটসম্যান ইয়াসির আলিকে নিয়ে লিটন দাস পারতেন দিনটি পার করে দিতে। দলকে ভালো অবস্থানে নেওয়ার পাশাপাশি নিজের শতক আদায়ও করতে পারতেন। তবে বোল্টের অফ স্ট্যাম্পের অনেক বাইরের বলে ব্যাট চালাতে গিয়ে আউট হন ৮৬ রানে। যে শটে কোন ফুটওয়ার্ক ছিলো না লিটনের। ফলে লিড পেলেও অস্বস্তিতে আছে দল। 

রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৭৯-৬। মাঠে আছেন ইয়াসির আলি ও মিরাজ। বাংলাদেশি লিড পেয়েছে ৫১ রানের। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank