শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নিউজিল্যান্ডে লিড নিলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

০৯:৪৯, ৩ জানুয়ারি ২০২২

৪২৯

নিউজিল্যান্ডে লিড নিলো বাংলাদেশ

তৃতীয় দিনের সকালে দুই উইকেট হারিয়ে চাপে পড়লেও অধিনায়ক মুমিনুল হক এবং লিটন দাসের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। এরই মাঝে কিউইদের বিপক্ষে লিডও নিয়ে নিয়েছে বাংলাদেশ। মুমিনুল এবং লিটনের জোড়া ফিফটিতে বাংলাদেশের সংগ্রহ এখন ৪ উইকেটে ৩৪৪ রান। নিউজিল্যান্ডের চেয়ে তারা এগিয়ে ১৬ রানে।

এটি বাংলাদেশের জন্য একটি অনন্য রেকর্ডও। কারণ এশিয়ার বাইরে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে প্রথমবার লিড নিতে পেরেছে টাইগাররা। 

এর আগে তৃতীয় দিনের শুরুতেই তরুণ মাহমুদুল হাসান ব্যক্তিগত ৭৮ রানের মাথায় সাজঘরে ফেরার পর অধিনায়ক মুমিনুল হকের সঙ্গে ব্যাটিংয়ে নেমেছিলেন মুশি। শুরুটা ভালোও করেছিলেন। তবে ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হয়ে মাত্র ১২ রান করে ফিরেছেন মুশফিক।

এরপর আগের দুই উইকেট পাওয়া সেই নিল ওয়াগনারের আবারও উইকেট পান। যেন বাংলাদেশের আশার পালে বিষদাঁত ফুটিয়ে দেন বাঁহাতি এই ফাস্ট বোলার। সাদমান ও শান্তর পর তার শিকার লাল-সবুজের সবচেয়ে ভরসার জায়গা মাহমুদুল হাসান জয়। ২২৮ বলে অনবদ্য ৭৮ রান করে হ্যানরি নিকোলসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন এই তরুণ তুর্কি।

আগের দিন ৭০ রানে অপরাজিত থাকার পর তৃতীয় দিনে কেবল ৮ রান করেই প্যাভিলিয়নে ফেরেন জয়। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে খেলতে নেমেই অর্ধশতক হাঁকানোর পর প্রথম ও আরাধ্য সেই শতকের দিকেই এগিয়ে যাচ্ছিলেন এই তরুণ টাইগার ব্যাটার। তবে ওয়াগনার সেটা হতে দেননি। তার বাউন্সারে শেষ পর্যন্ত জয়ের ইনিংসের ইতি ঘটে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank