শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

প্রথম দিনের পারফরমেন্সে খুশি শরিফুল

স্পোর্টস ডেস্ক

১৭:২৪, ১ জানুয়ারি ২০২২

৪৫০

প্রথম দিনের পারফরমেন্সে খুশি শরিফুল

শরিফুল ইসলাম
শরিফুল ইসলাম

নতুন বছরের প্রথম দিনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে দলের পারফরমেন্সে খুশি বাংলাদেশ পেসার শরিফুল ইসলাম। নিয়ন্ত্রিত বোলিংয়ে টেস্টের প্রথম দিন নিউজিল্যান্ডকে বড় স্কোর গড়তে দেয়নি বাংলাদেশের বোলাররা। ২৫৮ রানের বিনিময়ে নিউজিল্যান্ডের ৫ উইকেট তুলে নিয়েছে সফরকারীরা। 

বল হাতে বাংলাদেশের সফল বোলার বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। ২০ ওভার বল করে ৫৩ রানে ২ উইকেট নিয়েছেন তিনি। সব মিলিয়ে  টেস্টের প্রথম দিনে বাংলাদেশের পারফরমেন্সে খুশি শরিফুল। 

ম্যাচ শেষে এক ভিডিও বার্তায় শরিফুল বলেন, ‘আলহামদুলিল্লাহ, খুশি। তবু মনের মধ্যে কিন্তু, শব্দটা থাকেই। যদি আর একটা বা দুইটা উইকেট যেত, তাহলে আরও খুশি লাগতা। দিন শেষে আলহামদুলিল্লাহ খুশি।’

গত বছরের এপ্রিলে পাল্লেকেলেতে শ্রীলংকার বিপক্ষে টেস্ট অভিষষেক হয় শরিফুলের। ক্যারিয়ারের প্রথম টেস্টেও দুই ইনিংসে ১ উইকেট নেন তিনি। আর আজ ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামেন শরিফুল। দারুন বল করেছেন তিনি। 

দিনের শুরুতেই বাংলাদেশকে সাফল্য এনে দেন শরিফুল। নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক টম লাথামকে শিকার করেন শরিফুল। এরপর টেন্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষনা দেয়া অভিজ্ঞ রস টেইলরকেও বিদায় দেন শরিফুল। নিউজিল্যান্ডের কন্ডিশনে প্রথম ঘন্টায় বোলিং উপভোগ করেছেন তিনি। 

শরিফুল বলেন, ‘প্রথম ঘণ্টায়  বোলিং করে ভালো লেগেছে  । নতুন বলে মুভমেন্ট ছিল, সুইং করছিলো, খুব উপভোগ করেছি প্রথম এক ঘণ্টা।’

তিনি আরও বলেন, ‘লাঞ্চের পর পিচ একটু ভিন্ন রকম ছিল। তখন ফ্ল্যাট হয়ে গিয়েছিল, বল সোজা যাচ্ছিল। যখন দেখলাম ফ্ল্যাট হয়ে গেছে, বল সোজা যাচ্ছে তখন লেন্থ একটু কমিয়ে  দিই। যেন স্কোর করা তাদের জন্য একটু কঠিন হয়।’

টেস্টের প্রথম দিন বাংলাদেশের মাথা ব্যাথার কারন ছিলো ১২২ রান করা  নিউজিল্যান্ড ব্যাটার ডেভন কনওয়ে। স্বীকৃত বোলাররা কনওয়েকে থামাতে ব্যর্থ হলেও, অকেশনাল স্পিনার হিসেবে কনওয়েকে থামান বাংলাদেশ অধিনায়ক মোমিনুল হক। ২০১৭ সালের পর টেস্টে উইকেট নিলেন মোমিনুল।

শরিফুলের মতে, কনওয়ের উইকেটটি খুবই গুরুত্বপূর্ণ ছিলো। তিনি বলেন, ‘কনওয়ের উইকেটটা খুব গুরুত্বপূর্ণ ছিল। মোমিনুল ভাই এসে উইকেটটা নিয়েছেন।’
প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে দ্রুত গুটিয়ে দিতে  চেয়ে  শরিফুল বলেন, ‘আমরা চেষ্টা করবো রান রেটটা ধরে রেখে তাদের দ্রুত অলআউট করার ।’

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank