শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নতুন বছরে নতুন শুরুর আশা মুমিনুলের

স্পোর্টস ডেস্ক

১৮:০৯, ৩১ ডিসেম্বর ২০২১

আপডেট: ১৮:৫০, ৩১ ডিসেম্বর ২০২১

৫৫৫

নতুন বছরে নতুন শুরুর আশা মুমিনুলের

আর কয়েকঘণ্টা পরেই বিদায় নেবে ২০২১ সাল। বাংলাদেশ দল এখন নিউজিল্যান্ডে। সময়ানুযায়ী বাংলাদেশ থেকে আরো ৭ ঘণ্টা আগেই বর্ষবরণের সুযোগ পাবেন মুমিনুল হকরা। তবে সে উৎসবে সামিল হওয়ার খুব বেশি সুযোগ নেই সফরকারীদের। রাত গড়ালেই নামতে হবে মাঠে। সাদা পোশাকে কঠিন পরীক্ষা নিউজিল্যান্ডে বিপক্ষে।

এই সিরিজের আগে টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক বললেন, ‘নতুন বছর নিয়ে রোমাঞ্চিত। আগে কী হয়েছে এসব নিয়ে চিন্তা না করে সামনের বছর কীভাবে ভালো করে শুরু করা যায় এটা নিয়ে চিন্তাভাবনা করছি। আসলেই আমি খুব এক্সাইটেড। শুরু ভালো হলে বাকিটাও ভালো যায়।’

বিগত কয়েক বছরে রঙিন পোশাকে বাংলাদেশ দলের পারফরফরম্যান্স বেশ রঙিন। তবে লাল বলের ক্রিকেট রাঙানো যাচ্ছে না। ২০২১ সালে খেলা ৭ টেস্টের পাঁচটিতেই হার। জয় মাত্র ১ ম্যাচে। ২০২২ সাল নিয়ে ভাবনার কথা জানতে চাইলে অধিনায়ক বললেন, ছোট ছোট লক্ষ্য তৈরি করে এগিয়ে যাওয়াই দলের লক্ষ্য।

মুমিনুল বলেন, ‘নতুন বছরে ভালো শুরুর কথা আমি সবসময়ই বলব। এই বছর যদি খারাপও যায়, দশ নম্বর হই, পরের বছর অধিনায়ক থাকলে আবারও আমি একই কথা বলব। আমি কখনই খারাপ চিন্তা করব না, ভালো চিন্তাই করব। খারাপ হলেও ভালো চিন্তা করব।’

সঙ্গে যোগ করেন মুমিনুল, ‘আপাতত ২০২২ নিয়ে এত চিন্তা করছি না। এই সিরিজে কতটা ভালো খেলতে পারি এটা নিয়েই চিন্তা করছি। এক বছর টেস্টে কেমন করবেন এসব ভাবা খুব কঠিন। সামনে কঠিন সব কন্ডিশনে খেলব। ছোট ছোট লক্ষ্য তৈরি করে এগিয়ে যাওয়াই ভালো। বাংলাদেশকে ভালো অবস্থানে নিতে চাই। ভুলগুলো থেকে বের হয়ে ভালো খেলতে চাই।’

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank