বিপিএল: ঢাকায় তামিম, রিয়াদ, মাশরাফি, সাকিবের দলে গেইল
বিপিএল: ঢাকায় তামিম, রিয়াদ, মাশরাফি, সাকিবের দলে গেইল
শুরু হয়ে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফট |
শুরু হয়ে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফট। প্রথম সেটে দুই রাউন্ডে দল পেয়েছেন ১২ জন দেশি ক্রিকেটার। বিপিএলের ড্রাফট চলছে ঢাকায়। সরাসরি সাইনিং হিসেবে ঢাকা স্টার্সে খেলছেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। আর ড্রাফটের বাইরের খেলোয়াড় হিসেবে ক্রিস গেইলকে সই করিয়েছে বরিশাল ফরচুন।
ড্রাফটে প্রথম রাউন্ডে তামিম ইকবালকে পেয়েছে ঢাকা। দ্বিতীয় রাউন্ডে প্রথম খেলোয়াড় হিসেবে মাশরাফি মোর্ত্তজাকে নিয়েছে তারা।
আর লিটন দাসকে নিয়েছে সাবেক চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস।
বরিশাল তাদের সরাসরি সাইনিং হিসেবে আগেই নিশ্চিত করেছে সাকিব আল হাসানকে। গেইলের সঙ্গে ড্রাফট থেকে তারা পেয়েছে নুরুল হাসান সোহান ও নাজমুল হোসেন শান্তকে।
ঢাকা স্টার্সে রিয়াদ ও তামিম ছাড়াও ড্রাফট থেকে যোগ দিচ্ছেন জাতীয় দলের অভিজ্ঞ পেইসার রুবেল হোসেন।
বাংলাদেশ ক্রিকেটের আরেক বড় নাম মুশফিকুর রহিম সরাসরি সাইনিং হিসেবে খেলবেন খুলনা টাইগার্সে। তার সংগে ড্রাফটের প্রথম রাউন্ডে যোগ দিয়েছেন সৌম্য সরকার ও মাহেদী হাসান।
লিটনকে দলে নেয়ার পাশপাশি সরাসরি সাইনিং হিসেবে মুস্তাফিজুর রহমানকে দলে টেনেছে কুমিল্লা ভিকটোরিয়ানস। আরও এসেছেন শহিদুল ইসলাম।
চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি চ্যালেঞ্জার্সে সরাসরি সাইনিং হিসেবে খেলছেন নাসুম আহমেদ। ড্রাফটের প্রথম রাউন্ড থেকে যুক্ত হয়েছেন শরিফুল ইসলাম ও আফিফ হোসেন।
সিলেট সানরাইজার্সে খেলছেন তাসকিন আহমেদ, মোসাদ্দেক সৈকত ও মোহাম্মদ মিঠুন।
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান