শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিসিবিতে রদবদল, নতুন পদে আকরাম

স্পোর্টস ডেস্ক

১১:৪১, ২৫ ডিসেম্বর ২০২১

আপডেট: ১২:৩২, ২৫ ডিসেম্বর ২০২১

৫৩৩

বিসিবিতে রদবদল, নতুন পদে আকরাম

জালাল ইউনুস ও আকরাম খান
জালাল ইউনুস ও আকরাম খান

ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যানের পদ থেকে আকরাম খানের পদত্যাগের খবরের পর থেকে রদবদলের পূর্বাভাস ছিলো বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কণ্ঠে। শুক্রবার (২৪ ডিসেম্বর) রাতেই সে প্রমাণ পাওয়া গেলো। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন জালাল ইউনুস। আট বছর ধরে এই দায়িত্ব পালন করছিলেন সাবেক অধিনায়ক আকরাম খান।

নতুন করে ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্ব পাওয়া জালাল ইউনুস গণমাধ্যমকে জানান, ‘বোর্ড সভাপতি আমাকে একটা দায়িত্ব দিয়েছেন। সাবেক ক্রিকেটার হিসেবে আমার অভিজ্ঞতা আছে। আশা করি, আপনাদের সহযোগিতায় বর্তমান ক্লান্তিকাল পেরিয়ে যেতে পারবো। কিছু সমস্যা তো আছেই, আমার চেষ্টা থাকবে সেগুলো কাটিয়ে ওঠার। আমি চাই জাতীয় দলের ড্রেসিংরুমের পরিবেশ যেন স্বাস্থ্যকর থাকে। সেই লক্ষ্যে যাবতীয় সবকিছুই করবো আমি।' 

পারিবারিক আর শারীরিক কারণে অপারেশন্স বিভাগের দায়িত্ব নিতে রাজি না হওয়া আকরাম খান পেয়েছেন নতুন দায়িত্ব। নতুন স্থায়ী কমিটিতে ফ্যাসিলিটিজের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক এই অধিনায়ককে।

শুক্রবার বিসিবির দ্বিতীয় বোর্ড সভায় এই পদ বণ্টন করা হয়। আকরাম খানের জায়গায় আসা জালাল ইউনুস আগের কমিটিতে ছিলেন মিডিয়া কমিটির চেয়ারম্যান। অন্যদিকে, মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান হয়েছেন তানভীর আহমেদ টিটু। 

গ্রাউন্ডস কমিটিতে যথারীতি মাহবুব আনাম চেয়ারম্যান হিসেবে থাকছেন। ছায়া দলের দায়িত্বে থাকবেন সিসিডিএমের সাবেক চেয়ারম্যান কাজী এনাম আহমেদ। এবার সিসিডিএমের চেয়ারম্যান হয়েছেন সালাউদ্দিন চৌধুরী। 

বয়সভিত্তিক টুর্নামেন্ট বিভাগের চেয়ারম্যান করা হয়েছে ওবায়েদউল্লাহ ও টিটো। ইফতেখার রহমান মিঠুন সামলাবেন আম্পায়ার্স কমিটি। এছাড়া মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল বিভাগের চেয়ারম্যান হিসেবে শেখ সোহেলকে রাখা হয়েছে, যিনি একইসাথে বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব পালন চালিয়ে যাবেন।

গত ৬ অক্টোবর নির্বাচন হলেও এতোদিন বিভিন্ন কারণে পদ বন্টন করেনি বিসিবি। নির্বাচিত পরিচালকরা পূর্বের জায়গাতেই দায়িত্ব পালন করে আসছিলেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank