বিশ্রামহীন ২০২২, বাংলাদেশি ক্রিকেটারদের খেলার সূচি প্রকাশ
বিশ্রামহীন ২০২২, বাংলাদেশি ক্রিকেটারদের খেলার সূচি প্রকাশ
২০২১ সাল এই শেষ হলো বলে। পুরনো সুখস্মৃতি, দুঃখের মুহূর্ত সব ভুলে ২০২২-এ আবার মাঠে নামবে টাইগাররা। ‘২২-এর প্রথম দিনটাকে ক্রিকেট দিয়েই উদযাপন করবে জাতীয় দল।
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে নিউজিল্যান্ডে অবস্থান করছে ক্রিকেট দলটি। নতুন বছরের প্রথম দিনই স্বাগতিকদের বিপক্ষে খেলতে নামবে তারা।
২০২২ সালের জন্য জাতীয় দলের সিরিজ সূচি (এফটিপি) প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন বছরের রুটিনে দম ফেলবার ফুরসত নেই ক্রিকেটারদের। দেশ ও দেশের বাইরে খেলার পাশাপাশি খেলতে হবে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপও।
আগমী বছরের শুরুটা হতে যাচ্ছে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে। এরপর দেশে ফিরেই বিপিএল নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন ক্রিকেটাররা। দীর্ঘ একমাসের এই টুর্নামেন্টের পর বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান। ফেব্রুয়ারি-মার্চে তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টির সিরিজ খেলবে উভয় দল।
আফগানিস্তানের পর বাংলাদেশ মোলাকাত করবে দক্ষিণ আফ্রিকার সাথে। মার্চ-এপ্রিল মাসে দক্ষিণ আফ্রিকায় প্রোটিয়াদের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে টাইগাররা। সেখান থেকে ফিরলে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে লড়তে হবে তাদেরকে। এরপর মে মাসে আবার বাইরে উড়াল দেবে ক্রিকেটাররা। আয়ারল্যান্ডে খেলা হবে তিনটি ওয়ান্ডে।
আয়ারল্যান্ড থেকে সরাসরি ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের বিপক্ষে দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে তারা। ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে গন্তব্য জিম্বাবুয়ে। সেখানে স্বাগতিকদের বিপক্ষে পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।
আগস্ট-সেপ্টেম্বর মাসে শ্রীলংঙ্কায় এশিয়া কাপ। এরপর বাংলাদেশে আসবে আয়ারল্যান্ড দল। ঘরের মাঠে ওই সিরিজে এক টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলবে উভয় দল।
অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে টাইগাররা। বছরের শেষ দুই মাসে বাংলাদেশ সফরে আসবে ভারত। তাদের বিপক্ষে দুই টেস্ট ও তিন ওয়ানডে রয়েছে।
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান