শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিশ্রামহীন ২০২২, বাংলাদেশি ক্রিকেটারদের খেলার সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক

১৯:৫৪, ২৩ ডিসেম্বর ২০২১

আপডেট: ১৯:৫৬, ২৩ ডিসেম্বর ২০২১

১৪৯৭

বিশ্রামহীন ২০২২, বাংলাদেশি ক্রিকেটারদের খেলার সূচি প্রকাশ

২০২১ সাল এই শেষ হলো বলে। পুরনো সুখস্মৃতি, দুঃখের মুহূর্ত সব ভুলে ২০২২-এ আবার মাঠে নামবে টাইগাররা। ‘২২-এর প্রথম দিনটাকে ক্রিকেট দিয়েই উদযাপন করবে জাতীয় দল।

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে নিউজিল্যান্ডে অবস্থান করছে ক্রিকেট দলটি। নতুন বছরের প্রথম দিনই স্বাগতিকদের বিপক্ষে খেলতে নামবে তারা।

২০২২ সালের জন্য জাতীয় দলের সিরিজ সূচি (এফটিপি) প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন বছরের রুটিনে দম ফেলবার ফুরসত নেই ক্রিকেটারদের। দেশ ও দেশের বাইরে খেলার পাশাপাশি খেলতে হবে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপও।

আগমী বছরের শুরুটা হতে যাচ্ছে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে। এরপর দেশে ফিরেই বিপিএল নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন ক্রিকেটাররা। দীর্ঘ একমাসের এই টুর্নামেন্টের পর বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান। ফেব্রুয়ারি-মার্চে তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টির সিরিজ খেলবে উভয় দল।

আফগানিস্তানের পর বাংলাদেশ মোলাকাত করবে দক্ষিণ আফ্রিকার সাথে। মার্চ-এপ্রিল মাসে দক্ষিণ আফ্রিকায় প্রোটিয়াদের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে টাইগাররা। সেখান থেকে ফিরলে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে লড়তে হবে তাদেরকে। এরপর মে মাসে আবার বাইরে উড়াল দেবে ক্রিকেটাররা। আয়ারল্যান্ডে খেলা হবে তিনটি ওয়ান্ডে।

আয়ারল্যান্ড থেকে সরাসরি ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের বিপক্ষে দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে তারা। ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে গন্তব্য জিম্বাবুয়ে। সেখানে স্বাগতিকদের বিপক্ষে পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

আগস্ট-সেপ্টেম্বর মাসে শ্রীলংঙ্কায় এশিয়া কাপ। এরপর বাংলাদেশে আসবে আয়ারল্যান্ড দল। ঘরের মাঠে ওই সিরিজে এক টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলবে উভয় দল।

অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে টাইগাররা। বছরের শেষ দুই মাসে বাংলাদেশ সফরে আসবে ভারত। তাদের বিপক্ষে দুই টেস্ট ও তিন ওয়ানডে রয়েছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank