হায়দ্রাবাদের কোচিং প্যানেলে লারা-স্টেইন
হায়দ্রাবাদের কোচিং প্যানেলে লারা-স্টেইন
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরকে সামনে রেখে কোচিং স্টাফ ভারি করেছে সানরাইজার্স হায়দরাবাদ। দলের সঙ্গে যুক্ত হয়েছেন ব্রায়ান লারা, ডেল স্টেইন ও হেমাং বাদানিরা।
ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার ব্রায়ান লারা। অসংখ্য রেকর্ডের অধিপতি তিনি। সেই লারাকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে হায়দরাবাদ। একই সঙ্গে তিনি দলের কৌশলগত পরামর্শদাতা হিসেবেও কাজ করবেন।
ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করবেন ভারতের সাবেক ক্রিকেটার বাদানি। অন্যদিকে স্টেইন পালন করবেন বোলিং কোচের দায়িত্ব। সহকারী কোচ হিসেবে কাজ করবেন সায়মন ক্যাটিচ। প্রধান কোচ টম মুডি, তিনি স্থলাভিষিক্ত হচ্ছেন ট্রেভর বেলিসের।
টুর্নামেন্ট কর্তৃপক্ষ কিছু দিন আগে জানিয়েছিল, ২ এপ্রিল বসবে প্রতিযোগিতাটির ১৫তম এ আসর। গত বছর করোনার কারণে দুবাইয়ে হয়েছিল আইপিএল। চলতি বছর শুরুটা ভারতে হলেও মাঝপথে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বন্ধ করে ফের শুরু করতে হয় দুবাইয়ে। কিন্তু এবার ভারতেই আইপিএল অনুষ্ঠিত হবে। বিসিসিআই সেক্রেটারি জয় শাহ এ তথ্য জানান।
সমর্থকদের উদ্দেশে জয় শাহ বলেন, আমি জানি আপনারা চেন্নাই সুপার কিংসের খেলা দেখতে চান। সেই সময় অবশ্য বেশি দূরে নেই। আইপিএলের ১৫তম আসর এবার ভারতে হবে। এবারের টুর্নামেন্টে নতুন দুটি দল যুক্ত হয়েছে। এ কারণে এবার টুর্নামেন্ট আরও আকর্ষণীয় হতে চলেছে।
টুর্নামেন্ট শুরুর আগে নিলামের দিকে তারা তাকিয়ে রয়েছেন বলে জানিয়েছেন জয় শাহ। তিনি বলেন, সামনেই বড় নিলাম রয়েছে। তার পরে প্রতিটি দল কেমন তৈরি হয়, সেদিকে তাকিয়ে আছি। আশা করছি আরও উত্তেজক টুর্নামেন্ট হবে।
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান