সবাই আমার দিকে আঙ্গুল তুলেছে, আর নিতে পারছি না: আকরাম খান
সবাই আমার দিকে আঙ্গুল তুলেছে, আর নিতে পারছি না: আকরাম খান
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশনস এর প্রধানের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন আকরাম খান। মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে সংবাদমাধ্যমে নিজের পদত্যাগের কথা জানান তিনি।
আনুষ্ঠানিকভাবে বিসিবিকে শিগগিরই নিজের সিদ্ধান্ত জানাবেন সাবেক এ অধিনায়ক।
সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘মহান আল্লাহতালা কিংবা ধর্মের পরে আমার কাছে ক্রিকেটই সব। হাত-পা বাঁধা অবস্থায় সাঁতার কাটতে হয়েছে। অনেক কিছুই আমার অজান্তে হতো। সবাই আমার দিকে আঙ্গুল তুলেছে। আর নিতে পারছিলাম না। তাই পদত্যাগের সিদ্ধান্ত।
‘যিনি দায়িত্ব নিবেন তার জন্য আমার শুভকামনা থাকবে, সব রকম সাপোর্টও থাকবে। কারণ ক্রিকেট খেলেছি বলেই আজ আমি আকরাম খান’
এর আগে তার স্ত্রী সাবিনা তার ফেসবুক স্ট্যাটাসে স্বামীর পদত্যাগের কথা জানান। সোমবার (২০ ডিসেম্বর) নিজের ফেসবুকে তিনি লেখেন, ক্রিকেট অপারেশন্স ছেড়ে দিচ্ছেন আকরাম খান।
সাবিনা আকরাম খান ফেইসবুকে লিখেন, সে (আকরাম) স্বেচ্ছায় ক্রিকেট থেকে সরে দাঁড়াতে চাচ্ছে। যদিও এ বিষয়ে এখনো মিডিয়াকে কিছু জানানো হয়নি। এমনকি বিসিবির পক্ষ থেকেও এখনো এ বিষয়ে কিছু জানানো হয়নি। তবে আকরামের স্ত্রীর ভাষ্যমতে, পরিবারকে আরও বেশি সময় দিতেই পারিবারিকভাবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, আকরাম সারাটা জীবন ক্রিকেট নিয়েই পড়ে থাকলো। ক্রিকেটকে সময় দিতে গিয়ে পরিবার-সন্তানদেরও সময় দিতে পারছে না। তাই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া তিনি আরও জানান, আকরাম নিশ্চয়ই মিডিয়ার কাছে এ ব্যাপারে বিস্তারিত জানাবে।
বাংলাদেশ ক্রিকেট দলের ভরাডুবিতে অভিযোগের তীর কোচিং স্টাফ, নির্বাচক, ক্রিকেট অপারেশন্স থেকে শুরু করে গোটা বোর্ডের দিকেই উঠছে।
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান