শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দেশে ফিরতে চেয়েছেন ক্রিকেটাররা, সুযোগ নেই জানালো বিসিবি

স্পোর্টস ডেস্ক

১৫:৫৫, ১৮ ডিসেম্বর ২০২১

৫৬৪

দেশে ফিরতে চেয়েছেন ক্রিকেটাররা, সুযোগ নেই জানালো বিসিবি

টানা জৈব সুরক্ষা বলয়ের ধকল যেন পিছু ছাড়ছে না টাইগারদের। নিউজিল্যান্ডে গিয়েও প্রথম দিকটা শান্তিতে কাটলেও রাঙ্গানা হেরাথ করোনাক্রান্ত হওয়ায় বাড়ে বিপদ। বন্দী জীবন থেকে মুক্তি না পেতেই আবারও ঢুকতে হয়েছে কোয়ারেন্টাইনে। এমন অবস্থায় নিউজিল্যান্ড সিরিজ রেখে চলে আসতে চেয়েছিলেন ক্রিকেটাররা।

তবে বিসিবি তাতে রাজি হয়নি। ফের যদি কোয়ারেন্টাইন বাড়ে তাহলে নতুন করে সিদ্ধান্ত নেবে তারা। এর আগে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া কঠিন বলেছেন বিসিবি সভাপতি। শনিবার ক্রিকেট বোর্ডের জরুরি সভার পর সংবাদমাধ্যমে এসব কথা জানিয়েছেন নাজমুল হাসান পাপন।

তিনি বলেছেন, 'গত অস্ট্রেলিয়া সিরিজ থেকে শুরু করে টানা খেলার মধ্যে রয়েছে ক্রিকেটাররা। এখন নিউজিল্যান্ড সফরে রয়েছে তারা। এটি শেষ করে দেশে ফেরার ৪-৫ দিনের মধ্যেই বিপিএল শুরুর সম্ভাব্য তারিখ ঠিক করা আছে। এই ব্যস্ততা চলবে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত।'

বিসিবি সভাপতি আরও যোগ করেন, 'আমরা ওদের কোনো বিরতি বা বিশ্রামই দিতে পারছি না। খেলোয়াড়রা সবাই মানসিক ও শারীরিকভাবে খুবই বিপর্যস্ত অবস্থায় রয়েছে। কয়েকজন চেয়েছিল সিরিজটি বাদ দেওয়া যায় কি না, দেশে ফিরে আসা যায় কি না। আসলে এটার কোনো সূযোগ নেই, আমাদের জানামতে কোনো সুযোগই নেই।’

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গত ৮ ডিসেম্বর দেশ ছাড়ে বাংলাদেশ দল। কিউই সফরে গিয়ে বিপাকে পড়েছে সফরকারীরা। দলে করোনাভাইরাসের সংক্রমণ ও দেশটির করোনা পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় বাংলাদেশ দলের কোয়ারেন্টাইনের মেয়াদ বৃদ্ধি পেয়েছে।

সিরিজের প্রথম ম্যাচটি গড়ানোর কথা আছে আগামী ১ জানুয়ারি, বে ওভালে। দ্বিতীয় ও শেষ ম্যাচটি হওয়ার কথা ৯ জানুয়ারি হ্যাগলি ওভালে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank