নেশন্স লিগে খেলবে আর্জেন্টিনা-ব্রাজিল!
নেশন্স লিগে খেলবে আর্জেন্টিনা-ব্রাজিল!
বর্তমানে উয়েফা নেশন্স লিগ খেলে ইউরোপের দেশগুলো। তবে ২০২৪ সাল থেকে উয়েফা নেশন্স লিগে ১০টি দক্ষিণ আমেরিকান দেশকেও অন্তর্ভুক্ত করার কথা চিন্তা করছে তারা।
ফিফা চায় দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজন করতে৷ কিন্তু এ বিষয়টি কোনোভাবেই মানতে চাইছে না ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ও লাতিন আমেরিকার কনমেবল। এই দুটি মহাদেশীয় সংস্থা সরাসরি ফিফার বিরোধিতা করেছে।
ফিফাকে চাপে ফেলতে এবার আরেকবার ঐক্যবদ্ধ হতে যাচ্ছে উয়েফা আর কনমেবল৷ শোনা যাচ্ছে, উয়েফা ২০২৪ সাল থেকে তাদের নেশন্স লিগে যোগ করবে লাতিন আমেরিকার ১০টি দেশ। মানে ২০২৪ সাল থেকে ব্রাজিল-আর্জেন্টিনার মতো দেশগুলো ইউরোপের নেশন্স লিগে খেলবে।
তবে লাতিন আমেরিকার দলগুলো খেললেও নেশন্স লিগের ম্যাচগুলো তাদের খেলতে হবে ইউরোপেই৷ কারণ নয়তো খেলোয়াড়দের ভ্রমণ নিয়ে বেশ ঝামেলায় পড়তে হবে। অপরদিকে লাতিন আমেরিকার বড় তারকারা যেহেতু ইউরোপের লিগেই খেলেন, তাই তারা সহজেই নেশন্স লিগের ম্যাচগুলোতে খেলতে পারবে৷
এ নিয়ে উয়েফার সহসভাপতি জেবিগ্নিউ বোনিয়েক জানিয়েছেন, 'এটিই হতে যাচ্ছে পুরনো ফরম্যাটের শেষ নেশনস লিগ। এরপর থেকে কনমেবলের দলগুলো যোগ দেবে এই টুর্নামেন্টে। ২০২৪ সালের নেশন্স লিগেই দেখা যাবে কনমেবল অন্তর্ভুক্ত দেশগুলোর।'
তিনি ইঙ্গিত করেন কনমেবলের শীর্ষ ৬ দেশ লিগ 'এ'-তে যোগ দেবে। ব্রাজিল, আর্জেন্টিনার সঙ্গে চিলি, উরুগুয়ে, কলোম্বিয়ার মতো দল অংশ নেবে উয়েফা ন্যাশনস লিগে। দক্ষিণ আমেরিকার এই দলগুলোর বিপক্ষে ইউরোপের স্পেন, জার্মানি, ফ্রান্সের মতো দলগুলোর ম্যাচগুলোকে ব্লকবাস্টার ম্যাচ বলেও অভিহিত করেছেন তিনি।
বলিভিয়া, ইকুয়েডর, ভেনিজুয়েলার মতো দলগুলোরও সুযোগ থাকছে, তবে তারা যোগ দিতে পারবে 'বি' লিগে৷ এতে করে উয়েফার শীর্ষ ২২ দলকে নিয়ে সাজাবে লিগ 'এ' এবং পরের ২০ দলকে নিয়ে সাজাবে লিগ 'বি'। ফিফা ২০২৪ থেকে দুই বছর অন্তর অন্তর বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব করেছিল যেটাতে উয়েফার এই আয়োজন বড় বাধা।
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান