কোহলি ইস্যুতে কথা বলতে নারাজ গাঙ্গুলি
কোহলি ইস্যুতে কথা বলতে নারাজ গাঙ্গুলি
টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়া, না ছাড়া নিয়ে টেস্ট দলনেতা বিরাট কোহলির সাথে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সর্ম্পকটা মোটেও ভালো যাচ্ছে না। পাল্টা-পাল্টি কাঁদা ছোড়াছুড়ি চলছে। তবে কোহলি ইস্যুতে আর কোন কথা বলতে নারাজ বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি।
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে সংক্ষিপ্ত ভার্সনের অধিনায়কত্ব থেকে নিজ থেকেই সরে দাঁড়ান কোহলি। আর সম্প্রতি ওয়ানডে অধিনায়কত্ব থেকে কোহলিকে সরিয়ে দেয় বিসিসিআই।
এ বিষয়ে সৌরভ গাঙ্গুলি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে কোহলিকে অনুরোধ করেছিলাম টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়কত্ব না ছাড়তে। কিন্তু তার মনে হয়েছে, তার উপর চাপ পড়ছে। তাই ছেড়েছে।’
কিন্তু কোহলি জানান ভিন্ন কথা। তিনি বলেন, ‘বিসিসিআইকে আমি জানিয়ে ছিলাম টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়তে চাই। বোর্ড সেটা মেনে নেয়। সেই সময় আমি জানিয়েছিলাম, টেস্ট এবং ওয়ানডেতে আমি অধিনায়কত্ব করবো। কিন্তু হঠাৎ করেই বিসিসিআই আমাকে জানায়, ওয়ানডে ক্রিকেটে আমার অধিনায়কত্ব করার প্রয়োজন নেই, আমি তা মেনেও নিয়েছি।’
গাঙ্গুলি ও কোহলির সর্ম্পকে ছেদও পড়েছে। এতে সমালোচনাও শুরু হয়েছে। তাই কোহলির ইস্যুতে আর কোন কথা না বলা সিদ্বান্ত নিয়েছেন গাঙ্গুলী।
তিনি বলেন, ‘এই বিষয়ে কোন বিবৃতি দেয়া হবেনা বা সংবাদ করা হবে না। আমরা যথাযথভাবে এটা সামলে নেব। বিসিসিআইয়ের ওপর সবকিছু ছেড়ে দেন।’
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান