রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আগামী জুনে মুখোমুখি হবে ইউরো ও কোপা চ্যাম্পিয়নরা

স্পোর্টস ডেস্ক

১০:২৭, ১৭ ডিসেম্বর ২০২১

৫১১

আগামী জুনে মুখোমুখি হবে ইউরো ও কোপা চ্যাম্পিয়নরা

অনেকদিন ধরেই আলোচনা চলছিলো ইউরো ও কোপা আমেরিকা চ্যাম্পিয়নকে মুখোমুখি করার।  এবার সেটাই বাস্তবরূপ পেতে যাচ্ছে। আগামী বছর পহেলা জুন বহু প্রতিক্ষিত ম্যাচে মুখোমুখি হতে চলেছে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং উয়েফা ইউরো জয়ী ইতালি জাতীয় ফুটবল দল। 

তবে ওই ম্যাচটি কোথায় অনুষ্ঠিত হবে, তা নিশ্চিতভাবে জানানো না হলেও লন্ডনেই এই খেলা হবে বলে ইঙ্গিত দিয়েছে উয়েফা। দুই চ্যাম্পিয়ন দলের এই ম্যাচকে ‘ফাইনালিসিমা’ নামকরণ করা হয়েছে। উয়েফা এক টুইটের মাধ্যমে এ বিষয়টা জানিয়েছিলেন।

কোপা আমেরিকায় আর্জেন্টিনা এবং ইউরোয় ইতালির জয়ের পরই দীর্ঘদিন ধরে সমর্থকরা দুই মহাদেশের চ্যাম্পিয়ন দেশের মধ্যে একটি ম্যাচের আয়োজন নিয়ে দাবি তুলছিলেন।

সমর্থকদের দাবি মেনে ম্যাচ হবে শোনা গেলেও কোথায়, কবে হবে, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। সঠিকভাবে লন্ডনের কোথায় ম্যাচ আয়োজিত হবে না জানালেও মনে করা হচ্ছে লন্ডনের ওয়েম্বলিতেই হতে চলেছে এই ম্যাচ।

লাতিন আমেরিকার লিওনেল মেসিদের ফ্লেভার ফুটবলের সঙ্গে কিয়েলিনি-বনুচ্চিদের ইতালির জমাট রক্ষণের মোকাবিলা যে নিঃসন্দেহে প্রচুর সমর্থক আগ্রহ ভরে দেখবেন, তা আলাদা করে বলতে হবে না। 

শুধু তাই নয়, লাতিন আমেরিকার ফুটবল সংস্থা কনমেবলের সঙ্গে যৌথভাবে কাজ করা ও তাদের মধ্যেকার সম্পর্কের উন্নতি ঘটানোর লক্ষ্যে উয়েফা ২০২৮ সাল পর্যন্ত এক চুক্তিও স্বাক্ষর করেছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank