গাঙ্গুলির বক্তব্যকে মিথ্যা বললেন কোহলি
গাঙ্গুলির বক্তব্যকে মিথ্যা বললেন কোহলি
বিরাট কোহলিকে বাদ দিয়ে রোহিত শর্মাকে ওয়ানডে অধিনায়ক বানানোর পর থেকেই তোলপাড় চলছে ভারতীয় ক্রিকেটে। এবার নিজের অবস্থান জানাতে গিয়ে পরিস্থিতি আরও ঘোলাটে করলেন সাবেক কাপ্তান।
কোহলিকে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরানোর কারণ ব্যাখ্যায় বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলি জানান, কোহলি টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার সময় তাকে নিষেধ করা হয়েছিল, সে শোনেনি। বোর্ড সাদা বলে আলাদা নেতা থাকুক চায় না। তাই ওয়ানডে অধিনায়কত্বও রোহিত শর্মাকে দেওয়া হয়েছে।
এদিকে বুধবার (১৫ ডিসেম্বর) দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে ভার্চ্যুয়াল প্রেস কনফারেন্সে কোহলি বলেন, আমাকে টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার সময় না করা হয়নি। অর্থাৎ দুই ফরম্যাটে আলাদা কাপ্তান রাখা হবে না তা জানানো হয়নি।
কোহলি বলেন, নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হওয়ার পর আমার সঙ্গে বোর্ড যোগাযোগ করে ৮ ডিসেম্বর। সেখানে আমার সঙ্গে টেস্ট দল নিয়ে আলোচনা হয় আর আমি সম্মত হই। তারপর আমাকে জানানো হয় ওয়ানডেতে রোহিতকে অধিনায়ক করা হচ্ছে। আমি বলি আচ্ছা ঠিক আছে। এছাড়া আর কোন কথা হয়নি। আমাকে টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়তে নিষেধ করা হয়নি।
এদিকে দক্ষিণ আফ্রিকা সিরিজের তার ওয়ানডে না খেলা প্রসঙ্গে কোহলি বলেন, এগুলো রাবিশ কথাবার্তা। আমি কোথাও এ কথা বলিনি। সে সাথে রোহিত শর্মাকে পূর্ণাঙ্গ সহযোগিতার কথাও জানান এই ব্যাটিং সেনসেশন।
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান