রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

প্রিমিয়ার লিগের ফুটবলারদের প্রতিদিন করোনা পরীক্ষা হবে

স্পোর্টস ডেস্ক

১৫:৪৩, ১৫ ডিসেম্বর ২০২১

৪৯০

প্রিমিয়ার লিগের ফুটবলারদের প্রতিদিন করোনা পরীক্ষা হবে

ইংল্যান্ড জুড়ে করোনা পরিস্থিতি অবনতির কারণে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো প্রতিদিনই খেলোয়াড়দের করোনা পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছে।

ইতোমধ্যেই বিভিন্ন ক্লাবে করোনা হানা দেয়ায় গত তিনদিনে লিগের দুটি ম্যাচ স্থগিত করতে বাধ্য হয়েছে ইংলিশ এফএ। 

সোমবার (১৩ ডিসেম্বর) লিগের রিপোর্টের ভিত্তিতে জানা গেছে, এক সপ্তাহে ২০টি ক্লাবের ৩৮০৫ জন খেলোয়াড় ও স্টাফের মধ্যে পরিচালিত পরীক্ষায় সর্বোচ্চ ৪২ জনে পজিটিভ হয়েছেন।

করোনার নতুন ভেরিয়েন্ট অমিক্রনে আক্রান্ত দেশগুলোর মধ্যে এই মুহূর্তে সবচেয়ে বাজে পরিস্থিতি বিরাজ করছে ব্রিটেনে। দেশটির স্বাস্থ্য সংস্থা জানিয়েছে প্রতিদিনই নতুন করে দুই লাখ মানুষ আক্রান্ত হচ্ছে এবং দুই থেকে তিনদিন অন্তর আক্রান্তের সংখ্যা দ্বিগুন হচ্ছে।

প্রিমিয়ার লিগে অংশ নেয়া খেলোয়াড়রা প্রতিদিন অনুশীলনের আগে তাদের গাড়িতে অপেক্ষা করবেন এবং সেখনেই তাদের র‌্যাপিড এন্টিজেন টেস্ট করা হবে। ক্লাব থেকে ফলাফল না আসা পর্যন্ত তারা অনুশীলন গ্রাউন্ডে প্রবেশ করতে পারবেন না। এছাড়া সপ্তাহে দুটি পিসিআর টেস্টও করানো হবে। প্রত্যেক খেলোয়াড় ও কোচিং স্টাফদের প্রতিনিয়ত মাস্ক পরিধান করে থাকতে হবে।

করোনার সংক্রমন বেড়ে যাওয়ায় রবিবার ব্রাইটন বনাম টটেনহ্যাম ও মঙ্গলবার ব্রেন্টফোর্ড বনাম ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যকার ম্যাচ দুটি বাতিল করতে বাধ্য হয় লিগ কর্তৃপক্ষ। যদিও এই মুহূর্তে লিগ পুরোপুরি ভাবে বন্ধ করার মত কোন সিদ্ধান্তে যেতে চাইছে না সংশ্লিষ্টরা।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank