শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নিউজিল্যান্ডে আইসোলেশন পর্ব শেষ টাইগারদের

স্পোর্টস ডেস্ক

১০:৩০, ১৩ ডিসেম্বর ২০২১

৪৩৯

নিউজিল্যান্ডে আইসোলেশন পর্ব শেষ টাইগারদের

নিউজিল্যান্ডে টাইগারদের তিন দিনের বাধ্যতামূলক আইসোলেশন শেষ হয়েছে। রবিবার (১২ ডিসেম্বর) খোলা আকাশের নিচে হাঁটাহাঁটি করার সুযোগ পেয়েছেন ক্রিকেটাররা। পাশাপাশি কোয়ারেন্টাইন সেন্টারে নিজ নিজ রুমে জিম করেছেন শান্ত-সোহানরা।

রুম থেকে বেরোতে পারলেও ২২ গজে নামা হচ্ছে না এখনই। আরেকটু অপেক্ষা করতেই হচ্ছে। ৭ দিনের কোয়ারেন্টাইন এখনো যে শেষ হয়নি। প্রত্যেক ক্রিকেটারের ঘরে আগেই পৌঁছে গেছে জিম ইকুইপমেন্ট। এক্সারসাইজের জন্য সাইকেল আর থেরাব্যান্ডই এখন ভরসা।

টেস্ট দলে জায়গা পাকা নয় নুরুল হাসান সোহানের। কিন্তু ইয়াসির আলি রাব্বির হেলমেটে বল লাগায় কনকাশন সাব হিসেবে চট্টগ্রাম টেস্টে যেভাবে হুট করে মাঠে নামতে হয়েছিল, তারপর থেকে যেন প্রস্তুত থাকার তাড়না বেড়ে গেছে উইকেটরক্ষক ব্যাটসম্যানের।

নাজমুল হোসেন শান্তর লড়াইটা আলাদা। টপ অর্ডার ব্যাটিং নিয়ে দীর্ঘসময় ভুগছে টাইগার ক্রিকেট। ব্যর্থদের কাতারে আছে শান্তর নামও। যে প্রত্যাশা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করানো হয়েছে তাকে, তা পূরণ করতে পারেননি মোটেও। রঙিন পোশাকের দল থেকে বাদ পড়েছেন। টেস্টই এখন একমাত্র ভরসা।

চট্টগ্রাম-ঢাকায় হোম কন্ডিশনে যেভাবে পাকিস্তানি বোলারদের সামনে পরাস্ত হয়েছেন, সে হিসেবে নিউজিল্যান্ড আরও কঠিন চ্যালেঞ্জ নিয়ে অপেক্ষা করছে। ক্রাইস্টচার্চের আইসোলেশন সেন্টারের রুমে বসে সেটা অনুধাবন করতে পারছেন কি শান্ত?

বাংলাদেশ দলের কার্যক্রম নিয়ে নিউজিল্যান্ড থেকে পাঠানো ফুটেজে তাদের অবস্থা বোঝা যায় সামান্যই। তবে, টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রের চ্যাম্পিয়নদের মাটিতে টেবিলের তলানির দলটা যে কিছুটা হলেও স্নায়ুচাপে আছে, তা বোঝা যায় সহজেই। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank