শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কোহলিকে সরানোর ব্যাখ্যা দিলেন সৌরভ

স্পোর্টস ডেস্ক

১৮:১৫, ১০ ডিসেম্বর ২০২১

৪৯৫

কোহলিকে সরানোর ব্যাখ্যা দিলেন সৌরভ

বিশ্বকাপের আগেই টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন বিরাট কোহলি। তার জায়গায় বিশ্বকাপের পর রোহিত শর্মাকে অধিনায়কের দায়িত্ব দিয়েছে বিসিসিআই। এরপর এবার কোহলির হাত থেকে নিয়ে ওয়ানডের অধিনায়কত্বও তাকে দিয়ে দিয়েছে দলটি। এরপরই জনরোষে পড়েছে বিসিসিআই। এতটাই যে এবার শেষমেশ মুখ খুলতে হয়েছে খোদ বোর্ড প্রধান সৌরভ গাঙ্গুলিকে।

মূলত টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব ছেড়ে দেওয়াটাই নিয়ামক হিসেবে কাজ করেছে এখানে। সৌরভ জানান, সাদা বলের দুই ফরম্যাটে দলের নেতৃত্বে থাকবেন দুই অধিনায়ক, বিষয়টা চায়নি বোর্ড ও টিম ম্যানেজমেন্ট। তাই এই সিদ্ধান্ত নিতে হয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যমকে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ বলেন, ‘বিসিসিআই এবং নির্বাচকদের আলোচনার পরই এসেছে এই সিদ্ধান্ত। বিষয়টা হচ্ছে, বিসিসিআই টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার সময়ই কোহলিকে অনুরোধ করেছিল সে যেন সেটা না করে। কিন্তু কোহলি শোনেনি। তখনই নির্বাচকরা ঠিক করে ফেলেন, সাদা বলের দুই ফরম্যাটে দুই জন অধিনায়ক রাখা হবে না।’ 

ওয়ানডের নেতৃত্ব হারানোর পর টেস্টেও রাজ্যপাট হারানোর গুঞ্জন ছিল কোহলির। তবে সেসব উড়িয়ে দিয়ে সৌরভ জানিয়েছেন, সেটা হচ্ছে না। বলেছেন, ‘আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি যে টেস্টে আমাদের অধিনায়ক থাকবে কোহলি, আর ওয়ানডেতে রোহিত। এ বিষয়ে ব্যক্তিগতভাবে কোহলির সঙ্গে কথা হয়েছে, প্রধান নির্বাচকও তার সঙ্গে কথা বলেছেন এ বিষয়ে।’

এদিকে আচমকাই কোহলির হাত থেকে চলে গেছে সাদা বলের নেতৃত্ব, এ বিষয়টাতেই বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে ভারতীয় সমর্থকদের মধ্যে। বোর্ডের এমন সিদ্ধান্তে হতাশাও প্রকাশ করেছেন অনেকে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank