২৮ ঘন্টা ভ্রমণ শেষে নিউজিল্যান্ডে বাংলাদেশ দল
২৮ ঘন্টা ভ্রমণ শেষে নিউজিল্যান্ডে বাংলাদেশ দল
পাকিস্তান সিরিজে ব্যর্থতার হতাশা থেকে সেরে ওঠার সময়ই পায়নি বাংলাদেশ। সেদিন রাতেই উড়াল দিতে হয়েছে নিউজিল্যান্ডে। ২৮ ঘন্টা ভ্রমণ শেষে বাংলাদেশ দল নিউজিল্যান্ডে পৌঁছে গেছে। সেখানে পা দিয়েই অবশ্য স্থানীয় নিয়ম অনুযায়ী সাত দিনের কোয়ারেন্টাইনে চলে যেতে হয়েছে দলকে।
শুক্রাবার (১০ ডিসেম্বর) নিউজিল্যান্ডের অকল্যান্ডে পা রেখেছেন মুমিনুল হকরা। সেখানে পৌঁছেই অবশ্য ছুটতে হয়েছে ক্রাইস্টচার্চে। দলের সবাইকে এরপর বাধ্যতামূলক সাত দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।
বিসিবি এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে, ক্রাইস্টচার্চের আইসোলেশন ফ্যাসিলিটিতে ইতোমধ্যেই দল ঢুকে গেছে কোয়ারেন্টাইনে, সেখানে থাকতে হবে সাত দিন। এরপর সবাইকে করোনা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। তাতে সবাই করোনা নেগেটিভ হলে তবেই অনুশীলনে নামতে পারবে দল।
মহামারিকালে এটি বাংলাদেশের দ্বিতীয় নিউজিল্যান্ড সফর। আর শেষ তিন বছরে এটি বাংলাদেশের তৃতীয় সফর। তবে কোনো সফরের অভিজ্ঞতাই অবশ্য ভালো নয় বাংলাদেশের। দেশটির মাটিতে ৩৩ ম্যাচ খেলে যে এখনো কোনো জয় পায়নি দলটি!
দেশটির কন্ডিশনই অনেক বড় বাধা হয়ে দাঁড়ায় বাংলাদেশের জন্য। তীব্র ঠান্ডা ও বাতাসেই বড় সমস্যা হয় দলের। তার ওপর এবার দলে নেই সাকিব আল হাসান কিংবা তামিম ইকবালদের মতো তারকারাও।
এবার বাংলাদেশের পরিস্থিতি আরও কঠিন। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর বাংলাদেশ ঘরের মাটিতে পাকিস্তানের কাছেও দুই ফরম্যাটে ধবলধোলাইয়ের শিকার হয়েছে। এরপরই এই নিউজিল্যান্ড সফর। সিরিজে বাংলাদেশ টেস্ট খেলবে দুটো। প্রথম টেস্টটি শুরু হবে ১ জানুয়ারি, এরপর ৯ থেকে ১৪ জানুয়ারি দ্বিতীয় টেস্টটি খেলেই মুমিনুল হকরা ফিরবেন ঢাকায়।
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান