শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চতুর্থ দিন শেষে ফলোঅনের শঙ্কায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

১৭:৫০, ৭ ডিসেম্বর ২০২১

আপডেট: ১৭:৫০, ৭ ডিসেম্বর ২০২১

৫০৯

চতুর্থ দিন শেষে ফলোঅনের শঙ্কায় বাংলাদেশ

বৃষ্টির কারণে দ্বিতীয় দিন খেলা হয় ৩৮ বল, তৃতীয় দিনে তো মাঠেই যায়নি দুই দল। চারদিনে যে ১২৪.৩ ওভার খেলা হয়েছে তারমধ্যে পরাজয়ের বিপাকে আছে বাংলাদেশ। এরমধ্যে ফলোঅনের শঙ্কা নিয়ে চতুর্থ দিন শেষ করেছে মুমিনুল হকরা। 

স্কোরবোর্ডে ৩০০ রান উঠতেই ইনিংস ঘোষণা করে পাকিস্তান। পরে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে স্বাগতিকরা বা বলা যায় সাজিদ খান একাই ধসিয়ে দিয়েছেন ব্যাটিং লাইনআপ। 

পাকিস্তানের ৩০০ রানের বিপরীতে কারণে আলোকস্বল্পতার ৭ উইকেটে ৭৬ তুলে চতুর্থ দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ দল। পাকিস্তানের থেকে ২২৪ রান পিছিয়ে সাকিব আল হাসান ২৩ ও তাইজুল ইসলাম শূন্য রানে আগামীকাল (বুধবার) পঞ্চম ও শেষদিনের খেলা শুরু করবেন। ফলোঅন এড়াতে বাংলাদেশকে আরও ২৫ রান করতে হবে।

দলীয় ২২ রানে ৩ উইকেট হারিয়ে চা পানের বিরতিতে যায় বাংলাদেশ দল। ১৩ রানে অপরাজিতে থাকা নাজমুল হোসেন শান্তর সঙ্গে ব্যাট করতে আসেন মুশফিকুর রহিম। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দলে জায়গা হারানো মুশফিকের এদিন যেন টি-টোয়েন্টি গতিতে রান তোলার তাড়া ছিল, কাল হলো সেটিই। দল যখন তিন উইকেট হারিয়ে চাপে, তখন তিনি আউট হলেন স্লগ সুইপ খেলতে গিয়ে। ৮ বলে ৫ রান করে আউট হতে হয় তাকে।

চট্টগ্রাম টেস্টের সেঞ্চুরিয়ান লিটন দাস হতাশ করেছেন ঢাকা টেস্টের প্রথম ইনিংসে। উইকেট থেকে বের হয়ে এসে সাজিদ খানকে তেড়েফুঁড়ে মারতে গিয়ে ফিরতি ক্যাচ দিলেন এই লেগ স্পিনারকে। মুশফিকের মতো লিটনও যেন ভুলে গেলেন এটি টি-টোয়েন্টি নয়, টেস্ট সংস্করণ! 

একপ্রান্ত আগলে রেখে খেলা শান্তও ধৈর্য্য হারিয়ে বসেন। আগে একবার আউট হয়েছিলেন, সে যাত্রায় সাজিদের পা দাগ অতিক্রম করলে নো বলের উসিলায় বাঁচেন তিনি। এবার শেষরক্ষা হলো না, লেগ বিফোরের ফাঁদে পড়ে ফেরেন ৩০ রান করে।

এ ম্যাচে বিস্ময় সাকিব আল হাসানের ব্যাটিং অর্ডার। যাওয়া-আসার মিছিলে সবাইকে পাওয়া গেলেও সাকিবকে দেখা যাচ্ছিল না। অবশেষে ৭ নম্বর পজিশনে ব্যাট হাতে নামলেন তিনি। তবে তাকে সঙ্গ দিতে পারলেন না মেহেদী হাসান মিরাজ। সাজিদের ষষ্ঠ শিকারে পরিণত হন তিনি। বোল্ড হয়ে ফেরেন রানের খাতা খোলার আগেই।

পরে আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়েই আগেই বন্ধ হয় খেলা। যেখানে ৭ উইকেটে ৭৬ রান তুলে চতুর্থ দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ দল। পাকিস্তানের থেকে ২২৪ রান পিছিয়ে সাকিব আল হাসান ২৩ ও তাইজুল ইসলাম শূন্য রানে আগামীকাল (বুধবার) পঞ্চম ও শেষদিনের খেলা শুরু করবেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank